এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BREAKING NEWS: দেবশ্রী চৌধুরীর পর এবার মোদী মন্ত্রীসভা থেকে ছেঁটে ফেলা হল বাবুল সুপ্রিয়কেও

BREAKING NEWS: দেবশ্রী চৌধুরীর পর এবার মোদী মন্ত্রীসভা থেকে ছেঁটে ফেলা হল বাবুল সুপ্রিয়কেও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মোদী মন্ত্রীসভার সম্প্রসারণের আগে ইস্তফা দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। কিন্তু এবার সামনে এল তার থেকেও চমকপ্রদ খবর। ইস্তফা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বিজেপির যুব সভাপতি সৌমিত্র খাঁ এর ইস্তফা দেওয়ার সাথে সাথে, কেন্দ্রীয় মন্ত্রী সভা থেকে পদত্যাগ বাবুল সুপ্রিয়র । মোদির মন্ত্রিসভায় বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন শান্তুনু ঠাকুর ,সুভাষ সরকার, জন বার্লা ও নিশীথ প্রামানিক । একদিকে যখন মন্ত্রিসভা রদবদল চলছে ঠিক তখনি বিজেপির যুব মোর্চার সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র পদত্যাগে আলোড়ন পড়েছে রাজনৈতিক মহলে।

পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। দিন কয়েক আগেই নিখোঁজ সংসদ বাবুল সুপ্রিয়র দীর্ঘদিন ধরে দেখা না মেলায় আসানসোলের জামুরিয়াতে তার নাম নিখোঁজের পোস্টার পরে। নিখোঁজের পোস্টারে স্পষ্ট উল্লেখ ছিল ‘বাবুল সুপ্রিয় গুমসুদা’। জানা যায় বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই দেখা মেলেনি সংসদ বাবুল সুপ্রিয়র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তার রেশ কাটতে না কাটতেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বাবুল সুপ্রিয়। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বাবুল সুপ্রিয়। এই নিয়ে বাংলা থেকে মন্ত্রিত্ব পদ খোয়ালেন মোট দুজন। এবারের মন্ত্রিসভায় একাধিক নতুন মুখ আসতে চলেছে। যারা যারা মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন তাঁরা সকলেই পৌঁছে গেছেন দিল্লিতে। বাংলা থেকে তালিকায় রয়েছে অনেক নতুন মুখ। মোদীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়।

২০১৯ এর আসানসোল কেন্দ্র থেকে দু লক্ষ ভোটে জিতে ছিলেন বাবুল সুপ্রিয়। একুশের ভোটে তাই তাঁকে টালিগঞ্জের মত কেন্দ্র থেকে প্রার্থী করা হয়। কিন্তু বাংলা দখলের লড়াইয়ে ইভিএম খুলতেই বাবুলের হারের চিত্রটা উঠে আসে। বিপুল ভোটে হারতে হয় বাবুল সুপ্রিয়কে। এছাড়াও মাঝেমাঝেই তাঁকে নিয়ে বিতর্ক দানা বাঁধছিল। এবার তাঁকে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!