Breaking News, বাজেট অধিবেশনের সূচনায় বিশেষ বক্তব্য রাষ্ট্রপতির জাতীয় বিশেষ খবর January 29, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বাজেট অধিবেশনের সূচনায় বিশেষ বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের সমর্থন জানালেন। রাষ্ট্রপতি জানালেন, কৃষির খরচের দেড়গুণ এমএসপি দেয়া হচ্ছে। নয়া কৃষি আইনে লাভবান হবেন দেশের ১০ কোটি কৃষক। সেইসঙ্গে প্রজাতন্ত্র দিবসের দিনে বিক্ষুব্ধ কৃষকদের আচরণকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন রাষ্ট্রপতি। তিনি জানালেন যে, সেদিনের ঘটনার মাধ্যমে জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতি জানালেন যে, কেন্দ্রের নয়া তিন কৃষি আইন দেশের প্রান্তিক কৃষকদের কথা ভেবেই কার্যকর করা হয়েছে। এর সুফল পেতে শুরু করেছেন দেশের ১০ কোটি কৃষক। তবে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সম্প্রতি এই আইন স্থগিত রাখবে কেন্দ্রীয় সরকার। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ওপর জোর দেওয়া প্রয়োজন বলে রাষ্ট্রপতি জানালেন। দেশের ৮০% কৃষক হলেন প্রান্তিক কৃষক। নতুন কৃষি আইনে উপকৃত হয়েছেন ১০ কোটি প্রান্তিক কৃষক। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - রাষ্ট্রপতি জানালেন যে, কৃষিতে সংস্কারকে সমস্ত রাজনৈতিক দল অতীতে সমর্থন করেছিল। গত কুড়ি বছরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষির সংস্কারের দাবি করা হয়েছিল। তবে কেন্দ্রীয় সরকার দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে সম্মান জানায়। এ কারণে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সম্প্রতি এই তিন আইন প্রণয়ন স্থগিত রাখা হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্পূর্ণ মর্যাদা রেখে কৃষি আইন নিয়ে তৈরী হওয়া সমস্যা কাটানোর চেষ্টা করা হবে বলে রাষ্ট্রপতি জানালেন। এর সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতি জানালেন যে, প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লিতে কৃষক আন্দোলনের নামে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক। তিনি জানালেন যে, গণতন্ত্রে সকলের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা যেমন আছে, তেমনি আইনের সম্মান করার কথাও বলা হয়েছে। তিনি জানালেন, প্রজাতন্ত্র দিবসের দিনে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। রাষ্ট্রপতি জানালেন যে, দেশে গ্যাস পাইপ লাইনের কাজ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। চালকহীন মেট্রোর পরিকল্পনা করা হয়েছে। এক দেশ এক রেশন কার্ড চালু করেছে কেন্দ্রীয় সরকার। যাতে উপকৃত হবেন দেশবাসী। রাষ্ট্রপতি জানালেন দেশের টিকাকরণ কর্মসূচি সকলের গর্ব। আয়ুষ্মান ভারত প্রকল্পের দ্বারা ১.৫ কোটি মানুষকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানালেন রাষ্ট্রপতি। আজ তাৎপর্যপূর্ণভাবে এক দেশাত্মবোধক বাংলা গান গেয়ে তাঁর ভাষণ শেষ করলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি গাইলেন, ” চল রে চল সবে ভারত সন্তান,/ মাতৃভূমি করে আহ্বান ৷ ” আপনার মতামত জানান -