এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News, বারবার বাধা কর্মসূচিতে, অবশেষে আদালতের দ্বারস্থ তৃণমূল

Breaking News, বারবার বাধা কর্মসূচিতে, অবশেষে আদালতের দ্বারস্থ তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ত্রিপুরায় বারবার কর্মসূচিতে বাধা পেয়ে অবশেষে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল। গত ১৫ ই সেপ্টেম্বর আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পদযাত্রার কর্মসূচি ছিল। তবে পুলিশ এই কর্মসূচি বাতিল করে দেয়। এরপর গত ১৬ ই সেপ্টেম্বর আবার কর্মসূচির অনুমতি চেয়েছিল তৃণমূল। তবে, পুলিশ তার অনুমতি দেয়নি। এরপর আগামী ২২ সে সেপ্টেম্বর আগরতলায় আবার পুলিশের কাছে কর্মসূচির অনুমতি চেয়েছে তৃণমূল। জানা যাচ্ছে, এখনো পর্যন্ত পুলিশ এর কোনো অনুমতি দেয়নি।

তাই শেষ পর্যন্ত ২২ সে সেপ্টেম্বর ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি চেয়ে এবার ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। জানা যাচ্ছে আজ দুপুরেই এই মামলার শুনানি হবে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে পদযাত্রার অনুমতি দেয়া হয়নি। তাই আদালতের হস্তক্ষেপ চেয়ে জরুরী ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ ই সেপ্টেম্বর একই রুটে অন্য রাজনৈতিক দলের সমাবেশ থাকার কারণে তৃণমূলকে পদযাত্রার অনুমতি দেয়া হয়নি। এরপর ১৬ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার আগের দিনের কারণে পুলিশ অনুমতি দেয়নি। আবার, ২২ সে সেপ্টেম্বরের অনুমতি নিয়ে এখনও নীরব পুলিশ। এ কারণে আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল।

এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন যে, আবারও বাধার চক্রান্ত করা হচ্ছে। বিজেপি হামলায় বীর, মামলায় বীর। কিন্তু রাজনীতিতে দেউলিয়া কাপুরুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার ভয়ে এসব করা হচ্ছে বলে, দাবি করেছেন তিনি। আদালতে দেখা হবে। রাজপথেও দেখা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!