এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, বাসমালিকদের দাবি মেনে এবার বাড়ানো হবে কি বাসভাড়া? বিশেষ ঘোষণা পরিবহন মন্ত্রীর

Breaking News, বাসমালিকদের দাবি মেনে এবার বাড়ানো হবে কি বাসভাড়া? বিশেষ ঘোষণা পরিবহন মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একে করোনা পরিস্থিতি, অন্যদিকে জ্বালানি তেলের ব্যাপক মূল্যবৃদ্ধি, এই পরিস্থিতিতে বাস ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছে বাস মালিক সংগঠন। জ্বালানির অতিরিক্ত মূল্য বৃদ্ধির কারণে রাস্তার বাসের সংখ্যা কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বাস মালিক সংগঠনের সঙ্গে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের বৈঠক চলে। এই বৈঠকে বাস ভাড়া নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৈঠকে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, অতিমারীর কারণে মানুষের রোজগার কমে গেছে, তাই এই অবস্থায় কোন ভাবেই বাস ভাড়া বাড়ানো যাবে না। প্রয়োজনে বিকল্প জ্বালানি বা ব্যাটারিচালিত বাস কত তাড়াতাড়ি ও কিভাবে রাস্তায় নামানো যায়? তা নিয়ে চেষ্টা চালাবে রাজ্য। আগামী ১৭ ই নভেম্বর এ বিষয় নিয়ে আবার ফের বৈঠকে বসতে চলেছে রাজ্য। তার আগে কোনো ভাবেই বাস ভাড়া বৃদ্ধি করা যাবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, কেন্দ্রের পক্ষ থেকে তেলের দাম বাড়ানো হবে, আর রাজ্য বাসের ভাড়া বাড়িয়ে যাবে, এটা কোন সমাধান নয়। এর ফলে সাধারণ মানুষের সমস্যা বাড়বে। পুনে থেকে একজন বিশেষজ্ঞ আসছেন। তিনি পুরনো ডিজেল বাসকে ব্যাটারি চালিত বাসে রূপান্তরিত করার ব্যাপারে সাহায্য করবেন। বিকল্প জ্বালানির বিষয়টি নিয়ে তিনি চিন্তাভাবনা করছেন।

বাসমালিকদের থেকে তিনি জানিয়েছেন, তাদের অসুবিধা হচ্ছে, কিন্তু তা হলেও ভাড়া না বাড়াতে। করোনা পরিস্থিতি, নোট বন্দির কারণে সাধারণ মানুষের হাতে টাকা নেই। মানুষের নাভিশ্বাস উঠছে। তাই এই অবস্থায় কিছুতেই বাস ভাড়া না বাড়াতে। অন্য ভাবে যাতে তাদের পোষানো যায়, তা তিনি দেখবেন। তিনি জানিয়েছেন বাস মালিক সংগঠন তাঁর সঙ্গে সহমত।

তবে নিত্যযাত্রীদের অভিজ্ঞতা অন্যরকম। একাধিক নিত্যযাত্রী জানিয়েছেন বাস ভাড়ার কোন ঠিক-ঠিকানা নেই। একই রূটে একেক দিন একেক বাস ভাড়া দিয়ে তাদের যেতে হয়। অনেক ক্ষেত্রে ন্যূনতম ভাড়া হিসেবে দিতে হচ্ছে ১০ টাকা। তবে জানা গেছে, কোন বাসে ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা? সে বিষয়ে এখন থেকে নজর রাখবে প্রশাসন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!