এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News,বাতিল হলো বিতর্কিত তিন কৃষি আইন? এবার কি পরিকল্পনা আন্দোলনরত কৃষকদের?

Breaking News,বাতিল হলো বিতর্কিত তিন কৃষি আইন? এবার কি পরিকল্পনা আন্দোলনরত কৃষকদের?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে প্রবল প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত বিতর্কিত তিন কৃষি আইন বাতিল বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এই বিশেষ ঘোষণাটি করলেন তিনি। আন্দোলনে কৃষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানালেন যে, এবার তাঁরা ক্ষেতে ফিরে আসুন। বিক্ষুব্ধ কৃষকদের দাবি মত নয়া কৃষি আইন বাতিল তো হল, এবার কি পদক্ষেপ নিতে চলেছেন কৃষকেরা? এই প্রশ্ন এখন সকলের মুখে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে বার্তা দিলেন কৃষকনেতা রাকেশ টিকাইত। টুইট করে তিনি জানালেন, আন্দোলন এখনই থামবে না। তারা সেই দিনের জন্য অপেক্ষা করবেন, যে দিন সংসদে এই কৃষি আইন বাতিল করা হবে। তিনি জানালেন, কৃষকদের অন্যান্য সমস্যার পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও কথা বলতে হবে। তিনি আরো জানিয়েছেন, কাগজে-কলমে যতক্ষণ না পর্যন্ত কৃষি আইন প্রত্যাহার না হবে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না কৃষকেরা। তাই আন্দোলন এখনই থামবে না। সংসদে কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত তাঁরা অপেক্ষা করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!