এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > Breaking News, বিতর্কিত মন্তব্যের জেরে হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি

Breaking News, বিতর্কিত মন্তব্যের জেরে হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের প্রচারে বেরিয়ে কোন দলের নেতা-নেত্রীদের প্রতিদ্বন্দী দলের বিরুদ্ধে বারবার কটাক্ষ, অভিযোগ, আক্রমণের ঘনঘটা চলছে। বিপক্ষ দলকে আক্রমণ করতে গিয়ে অনেক সময়ই মাত্রা ছাড়িয়ে যেতেও দেখা যাচ্ছে, বিভিন্ন দলের নেতা-নেত্রীদের। আর যা থেকে শুরু হচ্ছে নানা বিতর্ক। গতকাল জলপাইগুড়ির এক সভা থেকে বিজেপিকে প্রবল ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া। তিনি জানান, বিজেপি হলো গুজরাটি ব্যবসায়ীদের দল। যারা যেটা পারবে, সেটাই বেচে দেবে। কোনদিন দেখা যাবে বিধানসভা এলাকার মানুষদেরও বিক্রি করে দিয়েছে বিজেপি আমেরিকার হাতে। তাঁর এই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে এক নির্বাচনী সভায় অংশগ্রহণ করেছিলেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া। ধুপগুড়ির নাথুয়ার তৃণমূল প্রার্থী মিতালী রায়ের সমর্থনে জনসভাতে যোগদান করেছিলেন মানস ভুঁইয়া। এই সভা থেকেই তিনি মন্তব্য করেছিলেন যে, বিজেপি একটা বিপদজনক দল। বিজেপি গুজরাটি ব্যবসায়ীদের দল। যেটা পারবে সেটাই বিক্রি করে দেবে। জনগণের উদ্দেশ্যে তিনি জানান, কোনদিন দেখা যাবে এই বিধানসভা এলাকার মানুষদেরও বিক্রি করে দিয়েছে বিজেপি আমেরিকার হাতে। এর সঙ্গে সঙ্গেই তিনি জানান, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে, বিভাজন সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

ধুপগুড়ির সভা থেকে মানস ভুঁইয়া আরও অভিযোগ করেছেন যে, একের পর এক কেন্দ্রীয় সংস্থাকে বেসরকারিকরণ করে দিচ্ছে বিজেপি। এরপর তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো বিজেপি শিবির। আপত্তিকর বক্তব্য রাখার অভিযোগ করেছে বিজেপি। অনেকে মনে করছেন, এবার জেলা প্রশাসনের কাছে এর রিপোর্ট চাইতে পারে নির্বাচন কমিশন। তবে, নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেবে? তা এখনও স্পষ্ট করে বলা অসম্ভব। তবে, কমিশন যদি কঠোর পদক্ষেপ গ্রহণ করে, তবে বিপাকে পড়তে পারে রাজ্যের শাসক দল তৃণমূল, এমনটাই অনেকের অভিমত।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!