এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, বিজেপির রথযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষের জবাব হেভিওয়েট বিজেপি নেতার

Breaking News, বিজেপির রথযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষের জবাব হেভিওয়েট বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ রায়গঞ্জ এর জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীন ভাবে বিজেপির রথযাত্রা কর্মসূচিকে কটাক্ষ করেছেন। মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন যে, বিজেপি নেতারা এখন রথযাত্রা করেছেন। তিনি প্রশ্ন করেছেন যে, বিজেপি নেতারা কি জগন্নাথদেবের চেয়েও বড়? কটাক্ষ করেচেন, দেবতারা চলে গেছেন এখন এসেছেন বিজেপি নেতারা। এবার তাঁর কটাক্ষের মোক্ষম জবাব দিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।

পুরাণের প্রসঙ্গ উত্থাপন করে তিনি মুখ্যমন্ত্রী বলেছেন যে, রাবণ সীতাকে হরণ করেছিল রথে চেপেই। তিনি জানান,রথে ১০ তারা হোটেলের সুবিধা নিয়ে ফুর্তি করছেন বিজেপি নেতারা। তিনি অভিযোগ করেন, জগন্নাথ দেবের রথকে কালিমালিপ্ত করেছে বিজেপি। ধর্মের নামে অধর্ম করছে বিজেপি। মুখ্যমন্ত্রী জানান যে, তাঁরা দেখেছেন দেবতারা রথে চড়ে থাকেন। কিন্তু এখন দৈত্যরা হোটেলের মত রথ তৈরি করে নিয়ে যাত্রা করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী আরও জানান, বিজেপির রথে বিরিয়ানি, মাংস, পোলাও, কাবাব সমস্ত কিছু পাওয়া যায়। ১০ তলার সমান রথ তৈরি করেছে বিজেপি। যেখানে সাজ , বিশ্রাম,গান থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা আছে, যা ১০ স্টার হোটেলে থাকে। বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রবল কটাক্ষের পর তার উত্তরে রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানালেন যে, পরিবর্তন যাত্রা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন, তার জন্য তাঁর মিথ্যাশ্রী পুরস্কার পাওনা আছে।

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানালেন যে, ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী। বানিয়ে বানিয়ে তিনি মিথ্যা কথা বলছেন। মিথ্যে গল্প বলে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি। জয়প্রকাশ মজুমদার জানান যে, মুখ্যমন্ত্রী বলে দিলেন, রথে পাওয়া যায় বিরিয়ানি। এ ধরণের মিথ্যা কথার কি জবাব তিনি দেবেন? তিনি জানালেন যে, এগুলো হলো রুচিহীন কথা। বিজেপি জনসংযোগের জন্যই পরিবর্তন যাত্রা কর্মসূচি গ্রহণ করেছে। তাতে মুখ্যমন্ত্রীর আপত্তি থাকতে পারে।

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানালেন যে, মুখ্যমন্ত্রীর শুধু রাগ হচ্ছে, কেন পরিবর্তন যাত্রা করছে বিজেপি। তাই বানিয়ে বানিয়ে তিনি মিথ্যা কথা বলছেন। যা অর্থহীন বলেই জানালেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি জানালেন যে, রাজনৈতিক ইস্যু নিয়ে তিনি কথা বলতে পারতেন, কিন্তু তা তিনি করছেন না। মিথ্যে বলার জন্য মুখ্যমন্ত্রীর মিথ্যাশ্রী পুরস্কার প্রাপ্য বলে জানালেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!