Breaking News, বিজেপির রথযাত্রা কর্মসূচিতে যোগদান করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিজেপি রাজনীতি February 7, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল থেকে শুরু হলো বিজেপির রথযাত্রা বা পরিবর্তন যাত্রা কর্মসূচি। অনেক বাধা-বিঘ্নের মধ্য দিয়ে যা শুরু হলো। গত, লোকসভা নির্বাচনের পূর্বেও এই কর্মসূচির উদ্যোগ নিয়েছিল বিজেপি। তবে, রাজ্যের অনুমতি না মেলায়, এই কর্মসূচির আয়োজন করা যায় নি। গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই কর্মসূচির সূচনা করেছেন। আর এই কর্মসূচি শেষ হতে চলেছে আগামী মার্চ মাসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব়্যালির মধ্যে দিয়ে শেষ হবে এই রথযাত্রা। আগামী মার্চ মাসে পরিবর্তন যাত্রায় অংশ গ্রহণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল পরিবর্তন যাত্রা বা রথ যাত্রার সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নবদ্বীপ থেকে শুরু হয়ে সাগরদ্বীপে গিয়ে শেষ হবে এই প্রথম পর্যায়ের রথ যাত্রা। এটি মার্চ মাসে কলকাতায় এসে পৌঁছাবে। রথযাত্রায় পতাকা উত্তোলন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এই কর্মসূচিকে রোধ করার নানা চেষ্টা করা হলেও, তা রোধ করা যায় নি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বিজেপির এই কর্মসূচিতে রাজ্যের পাঁচটি স্থান থেকে পাঁচটি রথ বের করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিটি জেলাতে এজন্য আলাদা- আলাদা করে আবেদন জানাতে বিজেপিকে। এরপর বিভিন্ন জেলাতে বিজেপি আবেদন জানায়। করোনা বিধি তথা স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দিয়েছে পুলিশ। এ বিষয়ে চিঠি পাঠানো হয় বিজেপি নেতৃত্বকে। বিজেপির পক্ষ থেকে চিঠির উত্তর আসার পর প্রথম রথযাত্রার অনুমতি দেয়া হয়। গতকাল রথযাত্রার কর্মসূচির সূচনা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। গতকাল মালদহে সভা ও রোডশোয়ে যোগদান করেছিলেন তিনি। সেখানে যোগদান করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব। গতকাল মালদা থেকে জে পি নাড্ডা জানিয়েছেন যে, তৃণমূল সরকার ধোকা দিচ্ছে মানুষকে। বাংলায় চলছে তুষ্টিকরনের রাজনীতি। রাজ্য সরকারের অনিচ্ছাতেই কেন্দ্রীয় প্রকল্প চালু হতে পারছে না পশ্চিমবঙ্গে। অন্যদিকে, আজ হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হলদিয়াতে সরকারি কর্মসূচির সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতেও অংশগ্রহণ করতে চলেছেন প্রধানমন্ত্রী। আপনার মতামত জানান -