এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > Breaking News, বিজেপিতে যোগদান সম্পূর্ণ হলো শুভেন্দু অধিকারীর

Breaking News, বিজেপিতে যোগদান সম্পূর্ণ হলো শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান হলো। বিজেপিতে যোগদান করলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রণাম করে বিজেপিতে যোগদান করলেন তিনি। আজ স্বরাষ্ট্রমন্ত্রীর পাশেই বসেছিলেন শুভেন্দু অধিকারী। উত্তরীয় পরিয়ে দিয়ে, হাতে পুষ্পস্তবক দিয়ে দলে তাঁকে বরণ করে নিলেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। এক ঐতিহাসিক মহেন্দ্রাক্ষণের সাক্ষী হলো গোটা রাজ্য।

তৃণমূলের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিল শুভেন্দু অধিকারীর। বহু ভাঙা-গড়ার সাক্ষী বারবার হয়েছেন তিনি। আজ বিজেপিতে যোগদানের প্রাকমুহুর্তে একটি খোলা চিঠি লিখে তাঁর তৃণমূল ছেড়ে দেবার কারণ জানিয়েছেন তিনি। যেখানে তিনি লিখেছেন যে, তৃণমূল দলে পচন ধরে গিয়েছে। দলের প্রতিষ্ঠাতারাই আজ দলে গুরুত্বহীন হয়ে পড়েছেন। দলে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মানুষের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করতে চান না, এ কারণেই দলবদল করেছেন তিনি।

তৃণমূলের এক সময়ের দাপুটে নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। জেলায় জেলায় তৃণমূলের বাড়বাড়ন্ত ঘটেছিল তাঁর হাত ধরেই। কিন্তু গত একুশে জুলাই এর পর ঘটে তৃণমূলের সাংগঠনিক রদবদল। বিভিন্ন জেলার ক্ষমতা হাতছাড়া হয়ে যায় শুভেন্দু অধিকারীর। এরপর থেকেই দলের প্রতি তাঁর সম্পর্ক তলানীতে ঠেকে যেতে আরম্ভ করে। গত ২৭ সে নভেম্বর মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। এরপর গত ১৫ ই ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এরপর দল ছেড়ে দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁকে দলে ধরে রাখতে দলের শীর্ষ নেতৃত্ব তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন। কিন্তু সে বৈঠকে দলের প্রতি ক্ষোভ দূর হয়নি তাঁর। তাঁকে বারবার কটাক্ষ্য করা হয়েছে। তাঁকে বলা হয়েছে বিশ্বাসঘাতক। আজ বিজেপিতে যোগ দেবার পর শুভেন্দু অধিকারী জানালেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হলেন তাঁর বড় দাদা। তিনি আরও জানালেন যে, মুকুল রায় তাঁকে বলেছেন, যদি আত্মসম্মান থাকে তবে তৃণমূলে না থাকতে।

তিনি আক্ষেপ করে জানালেন যে, যাদের জন্য তিনি গ্রামে গ্রামে ঘুরেছেন। তাঁরা কেউ তাঁর খোঁজ নেয়নি করোনা আক্রান্ত যখন তিনি হয়েছিলেন। কিন্তু তখন তাঁর খোঁজ রেখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন, বিজেপি নেতা অর্জুন সিং এর নামে ১০০ টি মামলা রয়েছে। তিনি আরো জানান যে, দলে তিনি মাতব্বরি করতে আসেননি। একজন কর্মী হিসেবে দলের নির্দেশ পালন করবেন তিনি। তিনি সিঁড়ি দিয়ে উঠে এসেছেন।

তিনি জানালেন যে, অনেকেই তাকে বিশ্বাসঘাতক বলেছেন। তিনি আরও জানালেন যে, প্রতিষ্ঠিত হওয়ার পর এনডিএ জোটে ছিল তৃণমূল। এবারও দ্বিতীয় হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রথম হবে বিজেপি। তিনি জানিয়েছেন আগামী নির্বাচনে বাংলায় বিজেপি সরকার গড়বে। তিনি আরো জানিয়েছেন যে, যেখানে বিশ্বাস নেই, যেখানে সম্মান নেই, সেখানে থাকবেন না তিনি। তাঁর কথায়, ” মা কাউকে বলতে হলে নিজের মা ও ভারতমাতাকে মা বলব, অন্য কাউকে নয়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!