এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Breaking News, চুক্তিভিত্তিক শিক্ষিকার বদলির মামলায় বড়সড় ধাক্কা রাজ্যের

Breaking News, চুক্তিভিত্তিক শিক্ষিকার বদলির মামলায় বড়সড় ধাক্কা রাজ্যের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চুক্তিভিত্তিক শিক্ষিকার বদলির মামলায় আদালতে বড়সড় ধাক্কা খেলো রাজ্য সরকার। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে,চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের এভাবে বদলি করার নির্দেশিকা জারি করা যায় না। চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলির ক্ষেত্রে রাজ্য সরকারের কোন নির্দিষ্ট নিয়ম আছে কিনা? তা জানতে চেয়েছে আদালত। চুক্তিভিত্তিক শিক্ষিকার বদলির ওপর স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, হুগলির একটি বিদ্যালয়ে চুক্তি ভিত্তিক শিক্ষিকার কাজ করেন অণিমা নাথ। ভোকেশনাল বিভাগের শিক্ষিকা তিনি। গত ১৯ সে আগস্ট তাকে হুগলি থেকে মালদায় বদলি করা হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি আদালতের দ্বারস্থ হন। কিছুদিন আগে বিকাশ ভবনের সামনে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। সেসময় পুলিশ বাধা দিলে প্রতিবাদ জানিয়ে শিক্ষিকারা বিষপান করেছিলেন। বিষপান করে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। যাদের মধ্যে অন্যতম ছিলেন শিক্ষিকা অনিমা নাথ।

আজ এই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে যে, চুক্তিভিত্তিক শিক্ষকদের এভাবে বদলি করার নির্দেশিকা জারি করতে পারে না রাজ্য। এই ধরনের নির্দেশিকার পিছনে কোন নির্দিষ্ট নিয়ম কানুন আছে কিনা? সে বিষয়ে স্পষ্ট জানতে চেয়েছে আদালত। ৩০ সে নভেম্বর পর্যন্ত শিক্ষিকার বদলির ওপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে আদালতের পক্ষ থেকে। ১৫ ই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!