এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Breaking News, করোনা আক্রান্ত বর্ষীয়ান স্বনামধন্য লেখক, আশঙ্কার ছায়া সাহিত্য জগতে

Breaking News, করোনা আক্রান্ত বর্ষীয়ান স্বনামধন্য লেখক, আশঙ্কার ছায়া সাহিত্য জগতে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দাবানলের মতো দেশের ওপর আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। একের পর এক বিশিষ্টজন করোনা আক্রান্ত হতে শুরু করেছেন। আজ সকালেই করোনা আক্রান্ত হলেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। আর এবার করোনা আক্রান্ত হলেন নামজাদা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মালদাতে বইমেলার উদ্বোধন করতে গিয়ে করোনা আক্রান্ত হলেন তিনি।

গত ২ রা জানুয়ারি বইমেলার উদ্বোধন করার উদ্দেশ্যে মালদা গিয়েছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মালদা বইমেলার উদ্বোধন করেন তিনি। যদিও, করোনার কারণে পরবর্তীতে সেই বইমেলা স্থগিত হয়ে যায়। কিন্তু মালদা থেকে বাড়ি ফিরে আসার পরই জ্বর, সর্দি-কাশি, শারীরিক দুর্বলতার মতো সমস্যা দেখা দেয় তাঁর। এরপর তিনি করোনা পরীক্ষা করেছিলেন। আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাড়িতেই আইসোলেশনে রয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এখন তার শারীরিক দুর্বলতা, ক্লান্তি, স্বাদের অনুভূতির হারিয়ে ফেলার মতো সমস্যা আছে। তবে লেখকের শরীর স্থিতিশীল। ৮৫ বয়সের গণ্ডি অতিক্রম করে গেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কিন্তু এখনো সাহিত্যসাধনা থেকে সরে যাননি তিনি। শিশু থেকে বৃদ্ধ বহু মানুষ তার গুণমুগ্ধ। তার করোনা আক্রান্ত হওয়ার সংবাদে আশঙ্কার ছায়া নেমে এসেছে সাহিত্যজগতে। বহু পাঠক তার দ্রুত শারীরিক সুস্থতার কামনা করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!