এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Breaking News, করোনাকালে কিভাবে করা হবে মা দুর্গার আরাধনা? গাইডলাইন প্রকাশ পুলিশের

Breaking News, করোনাকালে কিভাবে করা হবে মা দুর্গার আরাধনা? গাইডলাইন প্রকাশ পুলিশের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ অনেকটা স্তিমিত হয়ে এসেছে, কিন্তু যে কোন সময় তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়। এ সময় ব্যাপক ভিড় থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে, আশঙ্কা রয়েছে। পুজোর সময় কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করা যায়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশ ও প্রশাসনের কাছে। এই অবস্থায় এবারের পুজোর গাইডলাইন প্রকাশ করল কলকাতা পুলিশ।

আজ কলকাতা পুলিশের পক্ষ থেকে এবারের পুজোর গাইড লাইন প্রকাশ করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র এই গাইডলাইন প্রকাশ করেছেন। পূজার ব্যাপারে বিভিন্ন তথ্য ও নির্দেশিকা গাইড লাইনে থাকবে। এ প্রসঙ্গে সৌমেন মিত্র জানালেন যে, গত দু’বছর ধরে সাধারণ মানুষ অনেকটাই সতর্ক হয়েছেন দেখা যাচ্ছে। তিনি আশা করছেন, পুজোর দিনগুলিতেও করোনা বিধি মেনে চলবেন সাধারণ মানুষেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরো জানিয়েছেন যে, সরকারের পক্ষ থেকে যে নির্দেশ দেয়া হয়েছে, সেই নির্দেশ মেনে পুজো করা হবে। জানা যাচ্ছে পুজোর সময় রাস্তায় ৫ হাজারের বেশি পুলিশকে মোতায়েন করা হবে। এই সমস্ত তথ্য রয়েছে গাইডলাইনে। সেসময় যেহেতু নাইট কার্ফু থাকবে না, এ কারণে বহু মানুষ রাস্তায় নামতে পারেন, তাই এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ রয়েছে।

পূজার সময় সকলে যতই করোনা বিধি মেনে চলেন, সকলে যাতে মাস্ক ব্যবহার করেন ও স্যানিটাইজার ব্যবহার করেন, সে বিষয়ে বিশেষ নির্দেশ রয়েছে। একদিকে যেমন ভিড় নিয়ন্ত্রণের বিষয়ে পুলিশ সচেতন, অন্যদিকে তেমনি পুজোর সময় যাতে কোন অপরাধ না ঘটে, সে ব্যাপারেও সচেতন থাকবে পুলিশ।

সকল মানুষ যাতে সরকারের এই গাইডলাইন মেনে চলেন? সে ব্যাপারে যেমন আর্জি জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে, তেমনি শিশুদের পুজোমণ্ডপে প্রবেশের ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কলকাতা। পুলিশ জানা যাচ্ছে, এবার যে সমস্ত শিশুরা মণ্ডপে প্রবেশ করবে, কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদের বিশেষ ব্যাজ দেয়া হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!