এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News, করোনা মোকাবিলায় বিশেষ ঘোষণা রিজার্ভ ব্যাংকের

Breaking News, করোনা মোকাবিলায় বিশেষ ঘোষণা রিজার্ভ ব্যাংকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। দুদিন ধরে কিছুটা কম থাকার পর গত ২৪ ঘন্টায় আবার ৪ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে দৈনিক করোনা সংক্রমণ। করোনা সংক্রমনের কারণে মুখথুবরে পড়েছে দেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে জানানো হলো যে, করোনা মোকাবিলার জন্য ৫০ হাজার কোটি টাকা অর্থসাহায্য দেবে রিজার্ভ ব্যাংক।

করোনা পরিস্থিতিতে দেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আজ রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানালেন যে, করোনা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে ৫০ হাজার কোটি টাকা দেবে রিজার্ভ ব্যাংক। দেশের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ঘটাতে এই অর্থ ব্যয় করবে আরবিআই। গভর্নর শক্তিকান্ত দাস জানালেন, দেশের করোনা পরিস্থিতির ওপর সর্বদা নজর রাখছে আরবিআই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে যত রকম ব্যবস্থা করা তাঁদের পক্ষে সম্ভব, তা তাঁরা করবেন। করোনা পরিস্থিতিতে কীভাবে ব্যবসা-বাণিজ্য চালু রেখে দেশের আয়কে বাড়ানো যায়, সে বিষয়ে চিন্তাভবনা করবেন তাঁরা। বর্ষার সময় এলে চাষবাস কি ভাবে বৃদ্ধি করা যায়? সে বিষয়ও তাঁরা দেখবেন। দুর্বল ক্ষেত্রকে চাঙ্গা করার জন্য ব্যাংকগুলোকে ইনসেনটিভ দেওয়া হবে। ঋণ দেবার ক্ষেত্রেও বেশকিছু সুযোগ-সুবিধার কথা বলা হয়েছে আরবিআই এর পক্ষ থেকে।

আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস জানালেন, আগামী ২০২২ সালের মধ্যে করোনার ভ্যাকসিন তৈরি করা, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা, ভেন্টিলেটরের ব্যবস্থা করা ইত্যাদির দিকে তাকিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫০ হাজার কোটি টাকা দান করবে। রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই বিশেষজ্ঞ মহলের দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!