এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > Breaking News, করোনা প্রাণ কেড়ে নিলো আরও একজন প্রার্থীর, শোকের ছায়া রাজনীতি মহলে

Breaking News, করোনা প্রাণ কেড়ে নিলো আরও একজন প্রার্থীর, শোকের ছায়া রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা প্রবলভাবে তার থাবা বিস্তার করেছে রাজ্যের রাজনৈতিক মহলে। একের পর এক নেতা, মন্ত্রী, প্রার্থী করোনা আক্রান্ত হতে শুরু করেছেন। আবার করোনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন রাজ্যের তিনজন নির্বাচন প্রার্থী। এবার আরও একজন নির্বাচন প্রার্থীর মৃত্যু ঘটলো করোনা সংক্রমণে।

গতকাল সপ্তম দফার নির্বাচনে একাধিক জেলার সঙ্গে সঙ্গে মালদহ জেলাতেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মালদহ জেলার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সমীর ঘোষের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটলো। কিছুদিন ধরেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মালদহ জেলার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সমীর ঘোষ। কিছুদিন আগেই তিনি করোনা আক্রান্ত হন। কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্ত অবস্থা ক্রমশ খারাপ হতে হতে থাকলে গতকাল রাতে তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দিয়েছিলেন চিকিৎসকেরা। অন্য হাসপাতলে নিয়ে যাবার পথেই মৃত্যু ঘটেছে সমীর ঘোষের।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রেজাউল হক, মুর্শিদাবাদের জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী, খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার। এরফলে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের নির্বাচনের দিন পিছিয়ে দেয়া হয়েছে। তবে খড়দহ ও বৈষ্ণবনগরের ক্ষেত্রে নির্বাচন হয়ে যাওয়ার পর, প্রার্থীর মৃত্যু ঘটেছে বলে, স্থানগুলিতে পুন নির্বাচনের কোনো সম্ভাবনা নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!