এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News, করোনা রুখতে এবারে পূর্ণ লকডাউন বাংলা সীমানার এই রাজ্যে

Breaking News, করোনা রুখতে এবারে পূর্ণ লকডাউন বাংলা সীমানার এই রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের উদ্বেগজনক করোনা পরিস্থিতি বিচার করে শেষপর্যন্ত পূর্ণ লকডাউন জারির সিদ্ধান্ত নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ থেকে শুরু করে আগামী পনেরই মে পর্যন্ত পূর্ণ লকডাউন জারি হল বিহারে। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আজ এক বৈঠক করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এরপরই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিহারে ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় বিহারে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪০৭ জন। গত ২৪ ঘন্টায় এই রাজ্যে ৮২ জন করোনা আক্রান্তের মৃত্যু ঘটেছে। বিহারের মোট মৃতের সংখ্যা প্রায় ৩ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এ কারণে এবার সম্পূর্ণ লকডাউন জারি করলেন নীতীশ কুমার।

বিহারে লকডাউন জারি করার পূর্বে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ তৈরি করেছেন তিনি। আজ বিহারের সমস্ত মন্ত্রী ও শীর্ষস্থানীয় অফিসারদের সঙ্গে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিলেন নীতীশ কুমার। এর পরেই তিনি এই সিদ্ধান্ত নেন। আগামী ১৫ ই মে পর্যন্ত বিহারে পূর্ণ লকডাউন জারি করা হলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!