এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Breaking News,করোনার খাড়া এবার পুস্তকপ্রেমীদের উপরে, শেষমুহূর্তে এসে স্থগিত কলকাতা বইমেলা

Breaking News,করোনার খাড়া এবার পুস্তকপ্রেমীদের উপরে, শেষমুহূর্তে এসে স্থগিত কলকাতা বইমেলা


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিপূর্বে করোনা সংক্রমনের কারণে একেবারে শেষ মুহূর্তে এসে বন্ধ করে দেয়া হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার করোনা সংক্রমনের কারণে সমস্ত আয়োজন শেষ পর্বে এসে পিছিয়ে দেয়া হল কলকাতা বইমেলা। কলকাতার আন্তর্জাতিক বইমেলার সমস্ত প্রস্তুতি প্রায় সমাপ্তির পথে, দিনক্ষণ ঘোষণা পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত একমাস পিছিয়ে দেয়া হল বইমেলা।

করোনা সংক্রমনের কারণে গত বছর কলকাতা বইমেলার আয়োজন করা সম্ভব হয়নি। তাই এ বছরের বইমেলা নিয়ে বাড়তি উৎসাহ ছিল পুস্তক প্রেমীদের। জানা গিয়েছিল স্বাস্থ্যবিধি মেনে, দূরত্ব বজায় রেখে বইমেলার আয়োজন করা হবে। গিল্ডের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছিল, বই মেলায় প্রবেশ করতে গেলে একদিকে যেমন মাস্ক পড়তে হবে বাধ্যতামূলক ভাবে। অন্যদিকে তেমনি শারীরিক দূরত্বও মেনে চলতে হবে, সেই সঙ্গে মানতে হবে স্বাস্থ্যবিধি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কলকাতায় যেভাবে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে, সে কারণে ঝুঁকি না নিয়ে শেষ মুহূর্তে স্থগিত করে দেয়া হলো বইমেলা। গিল্ডের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেয়া হয়েছিল। গিল্ডের পক্ষ থেকে জানানো হয়, সমস্ত রকম আয়োজন করে রাখা হয়েছে, মানুষের উদ্দেশ্যে বলা হয়েছে মেলায় প্রবেশ করতে গেলে ভ্যাকসিন এর দুটি ডোজ দেওয়া আবশ্যক। কিন্তু সেটা কতটা নির্ভরযোগ্য? বা যুক্তিযুক্ত হবে? তা নিয়ে তারা চিন্তায় আছেন। তাই শেষ পর্যন্ত বইমেলা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কলকাতা বইমেলা ৩১ সে জানুয়ারি থেকে শুরু হয়ে ১৩ ই ফেব্রুয়ারিতে সমাপ্ত হবার কথা ছিল। কিন্তু একমাস পিছিয়ে দেয়া হলো বইমেলা। ৩১ সে জানুয়ারির পরিবর্তে ২৮ সে ফেব্রুয়ারি শুরু হবে কলকাতা বইমেলা। সল্টলেকের সেন্ট্রাল পার্কে মেলার আয়োজন করা হবে। গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে বিধান নগরের পুরভোটের কারণে বইমেলা পিছিয়ে দেয়া হলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!