এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Breaking News, করোনার প্রকোপ এবার মেট্রোরেলেও, কাটছাট হতে চলেছে পরিষেবা

Breaking News, করোনার প্রকোপ এবার মেট্রোরেলেও, কাটছাট হতে চলেছে পরিষেবা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের ইতিমধ্যেই প্রভাব পড়েছে লোকাল ট্রেন পরিষেবাতে। হাওড়া, শিয়ালদা থেকে কমে গেছে লোকাল ট্রেনের সংখ্যা। এবার করোনার প্রভাবে কমতে চলেছে মেট্রোরেলের সংখ্যাও। সাধারণ কাজের দিনে যেমন মেট্রো ট্রেনের সংখ্যা কমতে চলেছে, তেমনি ছুটির দিনে আরও অধিক মাত্রায় কমতে চলেছে মেট্রোরেলের সংখ্যা। ফলে দুর্ভোগ বাড়তে চলেছে সাধারণ মানুষের।

গত বছর লকডাউন চলাকালীন দীর্ঘ সময় মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এরপর একাধিক বিধিনিষেধ আরোপ করে মেট্রো পরিষেবা চালু হয়েছিল। তবে সম্প্রতি মেট্রো পরিষেবা প্রায় স্বাভাবিক করে দেয়া হয়। কিন্তু, কিছুদিন ধরে করোনার প্রকোপ বৃদ্ধি পাবার কারণে এবার মেট্রো পরিষেবাকে সংক্ষিপ্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। দৈনিক রেলের সংখ্যা কমিয়ে দেয়া হবে বলে, জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাধারণত, সপ্তাহের কাজের দিনগুলিতে প্রতিদিন ২৫৮ টি করে মেট্রো রেল চলাচল করে থাকে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ২৩৮ টি করে মেট্রো রেল চলাচল করবে। শনিবার মেট্রো রেল চলাচল করবে ২১৮ টি। আর রবিবার মাত্র ১০০ টি মেট্রো রেল চলাচল করবে।

মেট্রো রেল কর্তৃপক্ষ এ প্রসঙ্গে জানিয়েছে যে, মেট্রোরেলের বহু কর্মী করোনা সংক্রামিত হয়েছেন। যাত্রীদের মধ্যে অনেকেই করোনার উপসর্গ থাকার পরও মেট্রোরেলে সফর করছেন। এই সমস্ত কিছুর কারণেই এবার মেট্রোরেলের সংখ্যা কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী সোমবার থেকেই যা কার্যকরী হতে চলেছে। যার ফলে বিপাকে পড়তে চলেছেন নিত্যযাত্রী সহ সাধারণ মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!