এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, করোনার ভ্যাকসিন নিয়ে বিশেষ প্রতিশ্রুতি রাজ্য বিজেপির

Breaking News, করোনার ভ্যাকসিন নিয়ে বিশেষ প্রতিশ্রুতি রাজ্য বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দেশজুড়ে সুনামির মতো বাড়ছে করোনা সংক্রমণ, করোনার ভ্যাকসিন পাবার অপেক্ষায় রাজ্য তথা দেশের বহু মানুষ। দেশবাসীর অনেকাংশই এখনো পর্যন্ত পাননি করোনার ভ্যাকসিন। এই পরিস্থিতিতে আগামী ৫ ই মে থেকে সমস্ত রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আজ একই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলো বিজেপির পক্ষ থেকে। আজ রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিধানসভা নির্বাচনে বিজেপি জয় লাভ করলে সমগ্র রাজ্যবাসীকে বিনামূল্যে দেয়া হবে করোনার ভ্যাকসিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, করোনা ভ্যাকসিনের দাম কেন্দ্রের জন্য ধার্য করা হয়েছে দেড়শ টাকা, কিন্তু রাজ্য গুলির জন্য ধার্য করা হয়েছে চারশো টাকা। এই পরিস্থিতিতে গতকাল বিনামূল্যে রাজ্যবাসীকে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই প্রতিশ্রুতি দিতে দেখা গেল রাজ্য বিজেপিকে। রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ২ রা মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা রয়েছে। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত নাগরিককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, গতকাল যে প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ সেই প্রতিশ্রুতি দিয়েই তৃণমূলের পালের হাওয়া অনেকটাই কেড়ে নিলো বিজেপি। তৃণমূলের চমকও যথেষ্ট ফিকে হয়ে গেল বিজেপির এই প্রতিশ্রুতিতে। তবে ১ লা মে থেকে ১৮ বছর বা তার উর্ধ্বের সমস্ত দেশবাসীকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আজ থেকেই যার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!