এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News,করোনার ভ্যাকসিনেশন নিয়ে কেন্দ্রকে একাধিক প্রশ্ন শীর্ষ আদালতের

Breaking News,করোনার ভ্যাকসিনেশন নিয়ে কেন্দ্রকে একাধিক প্রশ্ন শীর্ষ আদালতের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে তীব্রভাবে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪ লক্ষের কাছাকাছি যা পৌঁছে গেছে, সেইসঙ্গে প্রায় সাড়ে ৩ হাজার মানুষের মৃত্যু ঘটেছে। এই পরিস্থিতিতে করোনার ভ্যাকসিনেশনের ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল থেকে শুরু হতে চলেছে ১৮ বছর বা তার উর্ধ্বের ব্যক্তিদের ভ্যাকসিন প্রদান। এই আবহে করোনার ভ্যাকসিনেশন নিয়ে একাধিক প্রশ্ন তুলল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করা হয়েছে যে, কেন্দ্রীয় সরকার কেন ১০০% ভ্যাকসিন কিনে নিচ্ছে না? কেন্দ্র সরকার কেন কিছু অংশ ভ্যাকসিন কিনে, বাকিটা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার উপরে ছেড়ে দিয়েছে? ভ্যাকসিন নির্মাণ সংস্থা গুলি রাজ্যগুলির চাহিদার সমতা কিভাবে রক্ষা করবে? সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, কোন রাজ্যকে আগে, কোন রাজ্যকে পরে ভ্যাকসিন দেওয়া হবে, তা কিভাবে নির্ধারণ করা হবে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আদালতের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে যে, দেশে ১৮ থেকে ৪৫ বছর বয়সী মানুষের সংখ্যা কত? সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আরও প্রশ্ন করা হয়েছে, কোন অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করার কাজ চলছে। কিন্তু যারা পড়াশোনা জানেন না, বা যারা এই অ্যাপ ব্যবহার করতে পারেন না, তাদের কিভাবে ভ্যাকসিন দেওয়া হবে? এছাড়াও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বেশ কিছু বেসরকারি সংস্থা ভ্যাকসিন তৈরিতে ইতিমধ্যেই বিনিয়োগ শুরু করেছে। এ বিষয়ে কেন্দ্রও বিনিয়োগ করুক। এটাই হবে কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আবার আজ করোনা সংকট মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্টের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে যে, ১০ থেকে ১৫ মাস ধরে কেন্দ্রীয় সরকার কি করেছিল? এপ্রিলে হঠাৎ করে কেন্দ্রীয় সরকার কেন তৎপর হলো? এখন উদ্যোগ নেয়া হলে সে উদ্যোগ কার্যকর হতে জুলাই মাস হয়ে যাবে। এর উত্তরে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা ভাবতে পারেনি কেন্দ্র। মাদ্রাজ হাইকোর্টের প্রশ্ন, করোনা নিয়ে কেন্দ্র কি কোনো বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেছে?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!