এখন পড়ছেন
হোম > অন্যান্য > Breaking News, কোভিশিল্ড টিকা নিয়ে বিশেষ সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রকের

Breaking News, কোভিশিল্ড টিকা নিয়ে বিশেষ সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কোভিশিল্ড টিকার ব্যবহার নিয়ে যথেষ্ট আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ কোভিশিল্ড টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকার ফর্মুলাতে তৈরি হয়েছে। এই অ্যাস্ট্রজেনেকার টিকা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। কারণ, এই টিকা থেকে রক্ত জমাট সহ বিভিন্ন রকম গুরুতর সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোভিশিল্ড টিকা সুরক্ষিত। তাই এর প্রয়োগ বন্ধ করা হবে না।

প্রসঙ্গত সেরাম ইনস্টিটিউট অ্যাস্ট্রজেনেকার ভ্যাকসিনের কয়েক কোটি ডোজ তৈরি করেছে, যার নাম হল কোভিশিল্ড। এখন কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিন টিকা দেয়া হচ্ছে দেশে। সম্প্রতি, অ্যাস্ট্রজেনেকার টিকা নিয়ে যে অভিযোগ উঠেছে, তা হল এই টিকা থেকে শরীরে রক্ত জমাট বাঁধার মতো গুরুতর সমস্যা তৈরি হচ্ছে। এরপর ডেনমার্ক, নরওয়ে, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, অস্ট্রিয়া, নেদারল্যান্ড এর ব্যবহার বন্ধ করে দেয়। এরপর জার্মানি, ইতালি, ফ্রান্সও এর ব্যবহার বন্ধ করেছে। আবার স্পেন, পর্তুগাল,স্লোভানিয়া, লাটভিয়াও এর ব্যবহার বন্ধ করে দিতে পারে বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, অ্যাস্ট্রজেনেকার পক্ষ থেকে জানানো হয়েছে যে, রক্ত জমাট বাঁধার মতো সমস্যা এতে ঘটেনি, কোন জটিল পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়নি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের ১ কোটির বেশি মানুষকে দেওয়া হয়েছে এই ভ্যাকসিন। এমন ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর তাদের কাছে এসে পৌঁছায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও জানানো হয়েছে যে, এই টিকা নিরাপদ’, এতে আতঙ্কিত হবার কোন কারণ নেই। তাই এর ব্যবহার চালু রাখার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই আবহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হলো, অ্যাস্ট্রজেনেকার টিকা থেকে রক্ত জমাট বাধার অভিযোগ শোনা গেছে। বিভিন্ন দেশ থেকে খবর এসেছে। সে বিষয়গুলো খতিয়ে দেখছে স্বাস্থ্যদপ্তর। তবে, অ্যাস্ট্রজেনেকার টিকা থেকে এখনো পর্যন্ত কোন জটিল পার্শ্ব-প্রতিক্রিয়ার ঘটনা সামনে আসেনি। এখনো পর্যন্ত দেশে ২ কোটির বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। টিকার ডোজ নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, কোভ্যাক্সিন টিকার ডোজ নিয়ে যদি কোন সমস্যা থাকে, তবে তথ্য-প্রমাণ দিয়ে তা খতিয়ে দেখা হবে। আবার অ্যাস্ট্রজেনেকার টিকা নিয়ে যে অভিযোগ এসেছে, সে বিষয়ে কোনো জোরালো প্রমাণ এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি। তাই দেশে কোভিশিল্ড টিকার ব্যবহার নিয়ে কোন নিষেধাজ্ঞা এখনই জারি করা হবে না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!