এখন পড়ছেন
হোম > জাতীয় > দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের প্রতি বিশেষ বার্তা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর

দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের প্রতি বিশেষ বার্তা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – গুরু নানকের জন্ম জয়ন্তি তিথিতে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় বিতর্কিত তিন কৃষি আইন বাতিল বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলেই এই আইন বাতিলের প্রক্রিয়া শুরু হবে। তবে, এখনো পর্যন্ত তাদের অবস্থান জারি রেখেছেন বিক্ষুব্ধ কৃষকরা। এবার দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের প্রতি বিশেষ বার্তা দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের উদ্দেশ্যে  কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবার প্রথম দিনেই বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের বিল উত্থাপন করা হবে। তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পর কৃষকদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আর কোনো মানে হয়না। কৃষকদের কাছে তিনি আবেদন জানাচ্ছেন, কৃষি আইন বাতিল হয়েছে, দয়া করে তারা বাড়ি ফিরে যান।

প্রসঙ্গত, গত ২০২০ সালের সেপ্টেম্বর মাসে বিতর্কিত তিন কৃষি আইন চালু হয়। এরপর থেকেই দিল্লির সীমান্ত সহ দেশের নানা স্থানে চলছে কৃষকদের আন্দোলন। এরপর গত ১৯ সে নভেম্বর ৩ কৃষি আইন বাতিল বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, শীতকালীন অধিবেশন শুরু হলে এই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া শুরু করা হবে। কিন্তু এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন বহু কৃষক। এবার আন্দোলনরত কৃষকদের বাড়ি ফিরে যাবার বার্তা দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!