Breaking News, দলের অস্বস্তি তীব্র করে দলের বিরুদ্ধে সরব হেভিওয়েট তৃণমূল বিধায়ক তৃণমূল রাজনীতি রাজ্য হাওড়া-হুগলি January 20, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দলকে বারবার যেন পেছনে ঠেলে দিচ্ছে। একদিকে যেমন বাড়ছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব, অন্যদিকে তেমনি বাড়ছে দলে বিক্ষুব্ধ বিধায়ক, সাংসদ, মন্ত্রীর সংখ্যা। হুগলি জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসে মুখ পুড়িয়েছে শাসক দলের। এই পরিস্থিতিতে আবার দলের বিরুদ্ধে সরব হলেন উত্তর পাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল অভিযোগ করেছেন যে, হুগলি জেলার কানাইপুরের একটি রাস্তার কিছুতেই সংস্কার করতে দেয়া হচ্ছে না তাঁকে। তিনি অভিযোগ করেছেন, বিধানসভা নির্বাচনে তাঁকে হারাতেই রাস্তার সংস্কারে বারবার বাধা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, ইতিপূর্বে বহুবার দলের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালকে। দলের সাংগঠনিক রদবদল থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে দলের বিরুদ্ধে বারবার বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। আজ কোন্নগরে গিয়ে বিধায়ক জানালেন যে, নির্বাচনে তাঁকে হারানোর জন্যই বাধা দেয়া হচ্ছে রাস্তার সংস্কারে। তিনি এটাও জানিয়েছেন যে, আগামী ২৫ সে জানুয়ারি পুরশুড়ায় জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জনসভার প্রস্তুতি সভাতেও তাঁকে কোন আমন্ত্রণ করা হয়নি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানালেন যে, নির্বাচনে তাঁকে পরাস্ত করতেই রাস্তা সংস্কার করতে দেয়া হচ্ছে না। রাস্তা সংস্কারের বিষয়ে তিনি সরব হওয়ার পর, কেএমডিএর ইঞ্জিনিয়ার কানাইপুরের এই ভাঙাচোরা রাস্তা দেখতে এসেছিলেন। তিনি অভিযোগ করেছেন যে, ইঞ্জিনিয়ারকে পর্যন্ত হুমকি দিয়েছেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছে লাল যাদব। এমনকি বিধায়কের নাম করে গালিগালাজ পর্যন্ত করেছেন আচ্ছে লাল যাদব। বিধায়ক প্রবীর ঘোষালের এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছে লাল যাদব। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, বিধায়ক প্রবীর ঘোষাল কোন কাজই করেননি। বিধায়ককে কটাক্ষ করে তিনি বলেছেন যে, প্রবীর ঘোষাল হলেন দলের গহনা বিধায়ক। যিনি কোনদিন তৃণমূলের নেতা বা কর্মী ছিলেন না। প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের বারবার ভাঙ্গন ও দলের বিধায়ক, সাংসদের ক্ষোভ প্রকাশ ক্রমশ অশনিসংকেত হয়ে দেখা দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে। যার সম্পূর্ণ সুযোগ নিচ্ছে বিজেপি। আপনার মতামত জানান -