Breaking News, দলের অস্বস্তি বাড়িয়ে দিল্লি যাত্রা শতাব্দী রায়ের, ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিলীপ ঘোষের জাতীয় তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য January 15, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বৃহস্পতিবার হঠাৎ করেই দলের বিরুদ্ধে বিস্ফোরক বার্তা দিয়েছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ফেসবুকে গতকাল ‘ শতাব্দী রায় ফ্যানস ক্লাব ‘ নামের একটি ফেসবুক পেজে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন তিনি। যেখানে তিনি লিখেছেন যে, সম্প্রতি অনেকে তাঁকে প্রশ্ন করছেন যে, কেন তাঁকে বহু কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে না? তিনি তাদের বলতে চান যে, তিনি সর্বত্রই যেতে চান। সাধারণ মানুষের সঙ্গে থাকতে তাঁর ভালো লাগে। কিন্তু মনে হয় কেউ চান না যে, তিনি সাধারণ মানুষের কাছে যান। বহু কর্মসূচির খবর তাঁকে দেয়া হয় না। না জানালে তিনি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কি করে? এ বিষয় নিয়ে তাঁর মানসিক কষ্ট হয়। শতাব্দী রায় আরও জানিয়েছিলেন যে, গত ২০০৯ সালে সাধারণ মানুষ তাঁকে সমর্থন করে লোকসভায় পাঠিয়ে ছিলেন। তিনি আশা করেছেন যে, ভবিষ্যতেও মানুষের ভালোবাসা পাবেন তিনি। তিনি জানিয়েছেন যে, নতুন বছরে কোন নতুন সিদ্ধান্ত নেওয়ার তিনি চেষ্টা করছেন, যাতে জনগণের সঙ্গে পুরোপুরি থাকতে পারেন তিনি। যদি তিনি কোনো সিদ্ধান্ত নেন, তবে আগামীকাল শনিবার দুপুর দুটোয় তা তিনি জানাবেন বলে লিখেছেন। তাঁর এই পোস্ট যথেষ্ট জল্পনা ছড়িয়ে দিয়েছে। প্রবল অস্বস্তি শুরু করেছে শাসকদল তৃণমূলের। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - দলের অস্বস্তি বহুগুনে বাড়িয়ে দিয়ে আজ দিল্লি যেতে চলেছেন শতাব্দী রায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা হওয়ার তাঁর কোন সম্ভাবনা আছে কিনা? এ বিষয় নিয়ে তিনি জানালেন যে, তিনি দিল্লি যাচ্ছেন। পরিচিতিদের সঙ্গে তাঁর দেখা হওয়া কোন অস্বাভাবিক ব্যাপার নয়। অন্যদিকে, এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, শতাব্দী রায়ের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেখা হবার তেমন কোনো সম্ভাবনা আছে বলে, তিনি মনে করছেন না। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শতাব্দী রায় অ্যাপোয়েন্টমেন্ট করেছেন কিনা? সে বিষয়ে তিনি কিছু জানেন না। অন্যদিকে, এ প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে গণমাধ্যমের সামনে দিলীপ ঘোষ জানালেন যে, তৃণমূল দলে কখনো সমন্বয় ছিল না। আগে এ বিষয়ে কথা বলতে পারতেন না দলে থেকে, এখন তাঁরা বলছেন। তিনি জানান, পুলিশের ভয় দেখিয়ে, লাঠি দেখিয়ে সবাইকে এক জায়গায় রাখা হয়েছিল। এখন যেই একটু ঢিলে হতে শুরু করেছে, সবাই আলাদা হতে শুরু করেছেন। তিনি জানালেন সকলকে বিজেপি দলে স্বাগত জানানো হয়েছে। তাঁরা কি করবেন, তা তাঁরা নিজেরাই তারা ঠিক করুন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, কেউ ফেসবুকে, কেউ ফেস টু ফেস দলের বিরুদ্ধে কথা বলছেন। তৃণমূল দল টিকবে না। কেউ থাকবে না, যারা এতদিন থেকে যেতে বাধ্য হয়েছিলেন, এখন তাঁরা বেরিয়ে আসছেন। আপনার মতামত জানান -