এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলের শীর্ষনেতৃত্বের প্রচেষ্টায় ক্ষোভ প্রশমন পর্যটন মন্ত্রীর

দলের শীর্ষনেতৃত্বের প্রচেষ্টায় ক্ষোভ প্রশমন পর্যটন মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলে ক্রমাগত বাড়ছে ভাঙ্গন। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক। দলের ভাঙ্গন আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলকে যথেষ্ট ব্যাতিব্যস্ত করে তুলেছে। দলের বিক্ষুব্ধদের দলে ধরে রাখতেও যথেষ্ট চেষ্টা করছে শাসক দল তৃণমূল। এই পরিস্থিতিতে গতকাল রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব দলের প্রতি ক্ষোভের প্রকাশ করেছিলেন। এরপর তাঁর ক্ষোভ মেটাতে সচেষ্ট হয় দলের শীর্ষ নেতৃত্ব। শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের প্রচেষ্টায় দলের প্রতি তাঁর ক্ষোভ মিটেছে। পর্যটন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন যে, দলের শীর্ষ নেতৃত্বের উপদেশ মেনে চলবেন তিনি।

প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি-ডাবগ্রামের এক রাস্তার উদ্বোধন করতে এসে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি অভিযোগ করেছিলেন যে, বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে তিনি চিঠি লিখেছেন। কিন্তু কোন কাজ হয়নি। তবে এর সঙ্গে সঙ্গেই আবার মুখ্যমন্ত্রীর যথেষ্ট প্রশংসা করেছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি জানান, মুখ্যমন্ত্রী যেভাবে যত্ন সহকারে ও গুরুত্ব দিয়ে উত্তরবঙ্গের উন্নয়নের দিক গুলিকে দেখছেন তার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞ আছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অধিকর্তা হলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তাই উত্তরবঙ্গ পর্ষদের বিরুদ্ধে সরব হওয়ার অর্থই রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে সরব হওয়া। তবে, এ বিষয়ে নিরুত্তর ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। এরপর গতকালই তাঁকে ফোন করেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সুব্রত বক্সীর সঙ্গে ফোনে কথা বলে ক্ষোভ প্রশমিত হয় পর্যটন মন্ত্রী গৌতম দেবের। এরপর পর্যটন মন্ত্রী জানিয়েছেন যে, যে দলে তিনি থাকেন, সে দলের খারাপ তিনি করেন নি কোনদিন। দাদা(সুব্রত বক্সী) তাঁকে যে উপদেশ দিয়েছেন, তা তিনি মেনে চলবেন। যা ঘটেছিলো, তা আবেগের বহিঃপ্রকাশের ফলে হয়েছিল।

পর্যটন মন্ত্রী গৌতম দেব জানালেন যে, গতকাল দলের সভাপতি সুব্রত বক্সী ফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন। রাজনীতির ক্ষেত্রে যাকে নিজের দাদার মতো মনে করেন তিনি। তাঁর সঙ্গে বেশ কিছু আলোচনা হয়েছে। আর আজ সকালে মুখ্যমন্ত্রীর(দিদিমনির ) সঙ্গেও তাঁর কথা হয়েছে। তাঁর অভিভাবক তিনি। তাঁকে পরামর্শ দিয়েছেন তিনি। পর্যটন মন্ত্রী গৌতম দেব জানালেন যে, দলীয় কর্মীদের সঙ্গে সাধারণ ঘরোয়া বৈঠক করেছিলেন তিনি। বিষয়টা যে এত বড় হবে, তা তিনি বুঝতে পারেন নি। এভাবে দলের শীর্ষ নেতৃত্বের প্রচেষ্টায় ক্ষোভ প্রশমন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের। স্বস্তি দলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!