এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News, এবার করোনা আক্রান্ত হলেন সংঘ প্রধান

Breaking News, এবার করোনা আক্রান্ত হলেন সংঘ প্রধান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে পরিস্থিতি ক্রমশ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশজুড়ে তীব্রভাবে ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ। দৈনিক করোনা সংক্রমণ লক্ষর গন্ডি অতিক্রম করে যাচ্ছে। দেশের একাধিক বিশিষ্ট পড়ছেন করোনার কবলে। এই পরিস্থিতিতে এবার করোনা আক্রান্ত হলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

গতকাল দুপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তাঁর দেহে করোনার সামান্য লক্ষণ দেখা দিলেও, কোন ঝুঁকি না নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, এমনটাই জানানো হয়েছে আরএসএসের পক্ষ থেকে একটি টুইট করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত মাসে নাগপুর ক্যান্সার ইনস্টিটিউট থেকে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দ্বিতীয় ডোজ নেবার আগেই করোনা আক্রান্ত হয়েছেন তিনি। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ নেমে এসেছে আরএসএস শিবিরে। তবে, হাসপাতাল সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

সম্প্রতি, করোনা সংক্রমণ বাড়ছে দেশজুড়ে। তার মধ্যে সবচেয়ে দুরবস্থা মহারাষ্ট্রের। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫৯ হাজার। কিছুদিন আগে করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ আবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। বেশকিছু রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন প্রধানমন্ত্রী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!