Breaking News, গণপরিবহনে ভাটা, আবার বড়সড় ভোগান্তির আশঙ্কা আমজনতার রাজনীতি রাজ্য February 22, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রাজ্যজুড়ে ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে এআইটিইউসির ট্যাক্সি সংগঠন। এর ফলে আজ মহানগরীর রাস্তায় যেমন হলুদ ট্যাক্সির অমিল হবে। আবার এর সঙ্গে সঙ্গেই মিনিবাসের সংখ্যাও কম থাকবে। কারণ, এআইটিইউসির ট্যাক্সি সংগঠনের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে মিনিবাস সংগঠন। তারাও কম সংখ্যায় মিনিবাস আজ মহানগরের রাস্তায় নামাতে চলছে। সবকিছু নিয়েই বড়সড় ভোগান্তির আশঙ্কা আমজনতার। প্রসঙ্গত, পেট্রোল-ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি পরিবহন কারবারের সঙ্গে যুক্ত থাকা মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশ্বের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দেশের বাজারে দাম বাড়াচ্ছে তেলের। জ্বালানি তেলের ক্রমাগত দাম বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা করছেন অনেকে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এই পরিস্থিতিতে রাজ্যে পেট্রোল-ডিজেলের দামে কিছুটা স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের উপরে রাজ্যের সেস থেকে ১ টাকা ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে, যেভাবে ক্রমাগত মূল্যবৃদ্ধি ঘটছে জ্বালানির, তাতে পেট্রোপণ্যকে জিএসটির আওতাভুক্ত না করলে, এর দাম নিয়ন্ত্রণের তেমন কোন সম্ভাবনা দেখতে পাচ্ছেন না ওয়াকিবহাল মহল। আপনার মতামত জানান -