এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > Breaking News, গরু পাচার কাণ্ডে বিশেষ পদক্ষেপ সিবিআইয়ের

Breaking News, গরু পাচার কাণ্ডে বিশেষ পদক্ষেপ সিবিআইয়ের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গরুপাচার কাণ্ডের মূল হোতা এনামুল হক ধরা পড়ার পর থেকেই গরু পাচার কাণ্ড নিয়ে জোর তল্লাশি চালাচ্ছে সিবিআই। আজ গরু পাচার কাণ্ডের প্রথম চার্জশিট দাখিল করলো সিবিআই। সিবিআই এর চার্জশিটে ৭ জন অভিযুক্তের নাম রয়েছে। আজ আসানসোলের আদালতে গরু পাচার কাণ্ডের প্রথম চার্জশিট জমা দিতে দেখা গেলো সিবিআইকে।

এনামুল হক ধরা পড়ার পর থেকেই সিবিআই নড়েচড়ে বসে। কিভাবে? কাদের সাহায্য নিয়ে এই অবৈধ কারবার চলত? সে বিষয়ে তদন্ত শুরু করেন সিবিআই আধিকারিকেরা। এরপর ধরা পড়েন বিএসএফ কমান্ডার সতীশ কুমার। এনামুল হক ও সতীশ কুমারকে জেরা করে অনেকের নাম উঠে আসে। চার্জশিটে তাঁদেরকে নিয়ে আরও সাতজন অভিযুক্তের নাম রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গরু পাচার কান্ডর সঙ্গে ব্যবসায়ী ও তৃণমূল নেতা বিনয় মিশ্রর যোগসাজশের কথা জানতে পেরেছেন গোয়েন্দা আধিকারিকরা। তবে এখনো পর্যন্ত বিনয় মিশ্র ফেরার। তাঁর ভাই বিকাশ মিশ্রকে একাধিকবার জেরা করেও, তাঁর অবস্থানের বিষয়ে এখনো কিছু তথ্য পাওয়া যায়নি। তবে গরু পাচার কাণ্ডের সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে, বলে গোয়েন্দাদের মতামত।

ইতিমধ্যে, উত্তর ২৪ পরগনার জনৈক ব্যবসায়ী আব্দুল বারিক বিশ্বাসকে একাধিকবার জেরা করেছেন সিবিআই আধিকারিকরা। গরু পাচারের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে, বলে গোয়েন্দাদের দাবি। কয়েক বছর আগে এক অবৈধ কারবারের সঙ্গে জড়িত ছিলেন আব্দুল বারিক গ্রেপ্তার। সেসময় তাকে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

সিবিআই সূত্রে জানা গেছে যে, গরু পাচার কাণ্ডের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাবেন সিবিআই আধিকারিকেরা। গরু পাচারের সঙ্গে অনেক বড় বড় রাঘববোয়াল যুক্ত আছেন। এখনো পর্যন্ত যাদের সন্ধান পাওয়া গেছে, তারা হিমশৈলের চূড়া মাত্র। তাদের পেছনে রয়েছেন একাধিক হেভিওয়েট। তাই যেকোনো দিন সিবিআইয়ের সমন পেতে পারেন তাঁরা। তাই ঘুম উড়ছে অনেকেরই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!