এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News, গরু পাচার কাণ্ডে গ্রেফতার বিকাশ মিশ্র

Breaking News, গরু পাচার কাণ্ডে গ্রেফতার বিকাশ মিশ্র


[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ গরু পাচার কান্ডে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করলো ইডি। তার ফোনের টাওয়ার লোকেশন ধরে দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। বিকাশ মিশ্রকে ৬ দিনের ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে ইডি। অন্যদিকে এখনো খুঁজে পাওয়া যায়নি বিনয় মিশ্রকে। তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করার জন্য এবার ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সিবিআই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত ২০২০ সালের ২৩ সে জুলাই বিনয় মিশ্রকে যুব তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদকের পদ দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গরু পাচার কাণ্ডে পরবর্তীতে নাম জড়িয়ে যায় বিনয় মিশ্রর। যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র এখনো পর্যন্ত ফেরার। তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সিবিআই। জানা গেছে ফ্রান্সের লিয়ঁতে ইন্টারপোলের সদর দপ্তরে আবেদন জানিয়েছে সিবিআই। বিনয় মিশ্রর বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারি করা হয়েছে।

গোয়েন্দাদের অনুমান, সম্ভবত বিদেশেই আত্মগোপন করেছেন বিনয় মিশ্র। আবার, গত ২৫ সে জানুয়ারি নিজাম প্যালেসে বিকাশ মিশ্রকে তলব করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে তার কোন উত্তর সন্তুষ্ট করতে পারেনি সিবিআই আধিকারিকদের। গোয়েন্দাদের অনুমান, গরু পাচার, কয়লা পাচার উভয় চক্রের সঙ্গেই বিকাশ মিশ্রের যোগসাজস রয়েছে। অন্যদিকে অনুপ মাঝি, এনামুল হক দুজনের সঙ্গেই বিনয় মিশ্রর যোগসাজশ ছিল বলে গোয়েন্দাদের দাবি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!