এখন পড়ছেন
হোম > জাতীয় > BREAKING NEWS -গরুপাচার কান্ডে নয়া মোড় ! জনস্বার্থ মামলা দায়ের অমিত শাহের বিরুদ্ধে !

BREAKING NEWS -গরুপাচার কান্ডে নয়া মোড় ! জনস্বার্থ মামলা দায়ের অমিত শাহের বিরুদ্ধে !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – রুদ্ধশ্বাসে চলছে গরু পাচার কান্ডের তদন্ত। যেখানে রাজ্যের একাধিক হেভিওয়েট নেতাদের এই মালায় সিবিআই তদন্ত চলছে । যাদের মধ্যে অনেক-কে  নিজাম প্যালেসে  হাজিরা দিতে হয়েছে । আর এমত অবস্থায় গরুপাচার কান্ডে নিলো নয়া মোড় ,এবার স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাই কোর্টে এমনটা খবর উঠে আসছে  সংবাদ সূত্রে  ।

অনেক চেষ্টার পরেও গরু পাচারকে কোনভাবে আটকানো যাচ্ছে না ,যেহেতু দেশের সীমান্তে পাচার কার্য আটকানো জন্য রয়েছে কেন্দ্রীয় বাহিনী যার ফলে স্বাভাবিক ভাবেই একাংশের মনে প্রশ্ন জাগছে সীমান্তের নিরাপত্তা নিয়ে । একাংশে মত তাহলে সীমান্তের নিরাপত্তা এতটাই ঠুনকো ! যে কর্মরত সীমান্তরক্ষীদের টপকে গরু পাচার হচ্ছে যা কোন ভাবে বন্ধ করে দেওয়া সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এই সমস্ত সংস্থাগুলির নজর এড়িয়ে কীভাবে দিনের-পর-দিন গরু পাচার চলছে রমরমিয়ে । যার কারণেই  এবার নতুন জনস্বার্থ মামলা দায়ের হয়েছে  স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ।

আর এই মর্মে এদিন মামলাকারীর স্পষ্ট প্রশ্ন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের অধীনে রয়েছে বিএসএফ ও বিআইএসএফ এর মত কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা গুলি। কিন্তু তাদের নজর এড়িয়ে কীভাবে দিনের পর দিন সীমান্ত দিয়ে গরু পাচারের ঘটনা ঘটে চলেছে?  ফলে এই মামলার পক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক-কে। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ার সে দিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!