এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > Breaking News, গতরাতের দুর্ঘটনাগ্রস্তদের জন্য বিশেষ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

Breaking News, গতরাতের দুর্ঘটনাগ্রস্তদের জন্য বিশেষ পদক্ষেপ প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকাল রাত সাড়ে ৯ টায় এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে জলঢাকা সেতু সংলগ্ন স্থানে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পাথরবোঝাই একটি লরির সঙ্গে তিনি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৪ জন। যাদের মধ্যে রয়েছে ৪ জন শিশু। এই দুর্ঘটনার খবর পেয়ে টুইট করে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দুর্ঘটনায় আহত ও মৃতদের পাশে থাকার ও তাঁদের পরিবারকে অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল বৌভাতের নিমন্ত্রণ থেকে ফেরার পথেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গতকাল রাতে এই দুর্ঘটনার কারণে বহুক্ষণ ধরে বন্ধ থাকে জাতীয় সড়ক। দুর্ঘটনার খবর পেয়ে ছুটেন আসে স্থানীয় মানুষেরা ঘটনা স্থলে। দমকল ও পুলিশের সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকার্য চালান। পাথর বোঝাই লরির তলা থেকে বের করে আনা হয় ১৪ টি মৃতদেহ, যাদের মধ্যে রয়েছে ৪ জন শিশু। এছাড়া ১০ জন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যাদের ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, বেশ কিছু অসাধু ব্যবসায়ী দিনের পর দিন ধরে, এই এলাকা থেকে ডাম্পার ওভারলোডিং করে চলেছে। যার ফলে, গতকাল এমন দুর্ঘটনা ঘটেছে। এই ডাম্পারের ড্রাইভার পলাতক। পুলিশ তাকে খুঁজছে।

জলপাইগুড়ির এই দুর্ঘটনা সম্পর্কে আজ টুইটারে শোকবার্তা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লিখেছেন যে, জলপাইগুড়ির এই পথ দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। দুর্ঘটনায় মৃতের পরিবারকে আন্তরিক সমবেদনা জানান তিনি। দুর্ঘটনায় আহতদের তিনি দ্রুত আরোগ্য কামনা করছেন। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে দুর্ঘটনায় মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয়া হবে। এছাড়া দুর্ঘটনায় আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেয়া হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!