এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হঠাৎ কেন এমন ফুল বদল করলেন বাবুল সুপ্রিয়? জেনে নিন তাঁর বক্তব্য

হঠাৎ কেন এমন ফুল বদল করলেন বাবুল সুপ্রিয়? জেনে নিন তাঁর বক্তব্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হঠাৎ বড়োসড়ো পালাবদল ঘটে গেল রাজ্যের রাজনীতিতে। রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেও তৃণমূলে যোগদান করলেন বাবুল সুপ্রিয়। বিজেপির একজন দাপুটে নেতা হিসেবে যিনি পরিচিত ছিলেন, দীর্ঘ সময় তিনি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়, তৃণমূলের বিরুদ্ধে একেরপর এক তোপ নিক্ষেপ করেছেন তিনি, এমনকি তৃণমূলের বিরুদ্ধে গান রচনা পর্যন্ত করেছেন, তবে কেন তিনি তৃণমূলে যোগদান করলেন? জেনে নিন তাঁর বক্তব্য।

এ প্রসঙ্গে প্রথমেই তিনি জানালেন যে, যা ঘটার তা শেষ তিন চারদিনে ঘটেছে। রাজনীতি ছাড়বেন, এ কথাটা তিনি হৃদয় থেকেই বলেছিলেন। তবে তিনি বাঙালি হিসেবে কাজ করতে চেয়ে ছিলেন। যা মন থেকেই ছিল। যা ঘটার শেষ তিন-চারদিনেই তা ঘটেছে। তিনি জানান, তার মেয়ের স্কুলে ভর্তি নিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের সঙ্গে তাঁর কথা হয়েছিল। সে সময় তাকে তৃণমূলের যোগদানের আহবান জানানো হয়। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তিনি। তিনি জানান, তার সামনে যে এত বড় সুযোগ চলে আসবে, সেটা তার আশার বাইরে ছিল। তাই সুযোগ আসায় তিনি দুবার ভাবেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানালেন, তিনি মন থেকে রাজনীতি ছেড়ে দিয়েছিলেন, মন থেকে বাংলার জন্য কাজ করার সুযোগ পেলেন এবার। তিনি জানালেন, ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের দরকার নেই। তবে দল চাইলে তিনি প্রচার করবেন। আসানসোলের সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দেবেন। তিনি জানালেন, যখন তিনি তৃণমূলে যোগদান করেছেন, তখন বিজেপির আসন ধরে রাখার কোনো প্রশ্ন থাকতে পারে না। নীতি ও বিধি মেনে চলবেন। আগামী সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তার সঙ্গে তিনি কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে যে দায়িত্ব দেবেন, সে দায়িত্ব পালন করবেন তিনি। কাজ করার সুযোগ পাচ্ছেন, এজন্য তিনি উৎসাহী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!