এখন পড়ছেন
হোম > Uncategorized > Breaking News, হঠাৎ দিল্লিতে জরুরি তলব দিলীপ ঘোষকে, কারণ নিয়ে তীব্র ধোঁয়াশা

Breaking News, হঠাৎ দিল্লিতে জরুরি তলব দিলীপ ঘোষকে, কারণ নিয়ে তীব্র ধোঁয়াশা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ হঠাৎ করে দিল্লিতে তলব করা হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আধুনা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে। দলের শীর্ষ নেতৃত্বর ডাকে আজই দিল্লি রওনা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তাঁর সঙ্গেই আজ দিল্লিতে দিলীপ ঘোষ ও রাজ্য বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তীকে তলব করা হলো। জানা যাচ্ছে, দলের শীর্ষ নেতৃত্ব জরুরি তলব করেছে তাঁদেরকে। তবে, কি কারণে তাঁদের হঠাৎ তলব করা হলো? তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। যা থেকে বাড়ছে নানা জল্পনা।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে, আজ দিল্লি পৌঁছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আবার আজই তিনি সাক্ষাত করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। সদ্য বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার। এবার নতুন করে রাজ্য কমিটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। রাজ্যের প্রধান বিরোধীদল হবার পর তৃণমূলের বিরুদ্ধে তীব্র লড়াই জারি রাখতে দলের সংগঠনে বড়োসড়ো পরিবর্তনের চিন্তা ভাবনা করছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে আজ জে পি নাড্ডা ও অমিত শাহের সঙ্গে বৈঠক করতে চলেছেন সুকান্ত মজুমদার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, এবার বিজেপির বেশ কিছু সংগঠনগত রদবদল ঘটানো হবে। রাজ্য বিজেপির সংগঠনে বেশকিছু নতুন মুখকে প্রাধান্য দেয়া হবে বলেও, জানা যাচ্ছে। আবার দলে যারা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রয়েছেন, তাদেরকে সরিয়ে দেবার সম্ভাবনাও রয়েছে। আজ এ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা দলের শীর্ষ নেতৃত্বের। এর সঙ্গে আজই তলব করা হলো রাজ্য বিজেপির সাধারণ (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে ও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে।

সম্প্রতি, রাজ্য সভাপতির দায়িত্ব থেকেও অনেক বড় দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। এবার থেকে জে পি নাড্ডার সঙ্গে কাজ করবেন তিনি। নতুন দায়িত্ব আজই তাঁকে বুঝিয়ে দেবার সম্ভাবনা আছে। এ কারণে তাঁকে তলব করা হতে পারে বলে, মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষকেরা। ভবানীপুরের উপ নির্বাচনের পূর্বে বিজেপির রাজ্য সভাপতিকে হঠাৎ বদলে দেওয়া ও বিজেপির সংগঠনের বড়সড় পরিবর্তন আনা, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলের এই সংগঠনগত পরিবর্তন নিয়েই আজ গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!