এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > Breaking News, হেভিওয়েট বিজেপি সাংসদের গাড়িতে জোর ধাক্কা মারলো ট্রাক, চাঞ্চল্য রাজনীতিমহলে

Breaking News, হেভিওয়েট বিজেপি সাংসদের গাড়িতে জোর ধাক্কা মারলো ট্রাক, চাঞ্চল্য রাজনীতিমহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বিজেপি নেতা বাবু মাস্টারের গাড়িকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। আবার গতকাল রাতেই রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়িতে জোর ধাক্কা মারলো একটি ট্রাক। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে হত্যা করার উদ্দেশ্যেই ইচ্ছাকৃতভাবে তাঁর গাড়িতে এভাবে ধাক্কা মারা হয়েছে। গতকাল বারাসাতের হেলা বটতলায় এই ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণ বাঁচাতে পেরেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

গতকাল, বিশেষ কাজে অনেক রাতে কলকাতা থেকে রানাঘাটে গাড়ি করে ফিরছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। বারাসাতের হেলা বটতলাতে যখন তাঁর গাড়ি পৌঁছায়, সে সময় পেছন থেকে এসে একটি ট্রাক তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে। তাঁর দেহরক্ষীর প্রচেষ্টায় রক্ষা পান সাংসদ। তবে, গাড়ির চালক গুরুতর জখম হয়েছেন। গাড়িরও যথেষ্ট ক্ষতি হয়েছে। গতকাল এই ঘটনার পর এলাকায় শোরগোল পড়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। সন্দেহজনক এই ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এই ঘটনা সম্পর্কে পরে সাংসদের অফিস থেকে একটি বিবৃতি সাংসদ প্রকাশ করে জগন্নাথ সরকার জানালেন যে, এই ঘটনা কোন দুর্ঘটনা ছিল না। তাঁকে হত্যা করতে পরিকল্পনামাফিক তাঁর গাড়িতে এভাবে ধাক্কা মারা হয়েছে। এই ঘটনায় বিজেপি অভিযুক্ত করেছে তৃণমূলকে। তবে, তৃণমূলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো বক্তব্য রাখা হয়নি।

ইতিপূর্বে, কৃষ্ণগঞ্জ এর প্রাক্তন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের ঘটনায় নাম জড়িয়েছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ জানিয়েছেন যে, তাঁকে হেনস্থা করতেই বিধায়ক হত্যায় তাঁর নাম জড়ানো হয়েছে। এরপর গতকাল তৃণমূলের বিরুদ্ধে তাঁকে হত্যার চক্রান্তের বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।

অন্যদিকে গতকাল বিজেপি নেতা বাবু মাস্টারের গাড়িকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয়। যে ঘটনায় গুরুতর আহত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি নেতা বাবু মাস্টার। এই ঘটনায় বিজেপি অভিযুক্ত করেছে তৃণমূলকে। তবে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!