এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News, জল্পনা বাড়িয়ে দিল্লি যাচ্ছেন বিখ্যাত অভিনেতা

Breaking News, জল্পনা বাড়িয়ে দিল্লি যাচ্ছেন বিখ্যাত অভিনেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দিল্লি যাচ্ছেন বিখ্যাত টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। কিছুদিন ধরেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র আকার ধারণ করেছিল। আজ তিনি যোগদান করতে যাচ্ছেন বিজেপিতে। কলকাতা থেকে যে বিশেষ চার্টাড বিমানে করে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী প্রমুখরা দিল্লি যাচ্ছেন, সেই বিমানেই দিল্লি রওনা হতে চলেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাই, তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিশ্চিত বলা চলে।

আজ বিশেষ চার্টাড বিমানে করে দিল্লি রওনা দিচ্ছেন তাঁরা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আজ রাতেই তাঁরা কলকাতায় ফিরে আসতে পারেন বলে জানা যাচ্ছে। কাল ডুমুরজলা স্টেডিয়ামে হবে বিজেপির অনুষ্ঠানে। যেখানে যোগদান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভার্চুয়াল ভাবে। দিল্লি থেকেই বক্তব্য রাখবেন তিনি। এজন্য স্টেডিয়ামে জয়েন্ট স্ক্রিন বসাবার নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, বিজেপিতে যোগদানের জল্পনা বাড়ছিল অভিনেতা রুদ্রনীল ঘোষের। অভিনেতা সোহেল দত্তের জন্মদিনে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা গিয়েছিল অভিনেতা রুদ্রনীল ঘোষকে। এরপর ২৩ সে জানুয়ারির দিন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলেছিলেন তিনি। একসময় বামপন্থী মনোভাবাপণ্য ছিলেন রুদ্রনীল ঘোষ।

এর পরে বাম শাসনের অবসানে মুখ্যমন্ত্রীর যথেষ্ট কাছের মানুষ হয়েছিলেন তিনি। এবার তিনি যোগদান করতে চলেছেন বিজেপিতে। তাঁর বারবার প্ল্যাটফর্ম বদল নিয়ে বেশ কিছু মানুষ তাঁকে কটাক্ষ করেছেন। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, দেশের মানুষেরা যদি পাঁচ বছর অন্তর অন্তর সরকার বদলের কথা চিন্তা করতে পারেন, তাহলে দেশের একজন নাগরিক হিসেবে তাঁর রাজনৈতিক দল বদলের কোনো অসুবিধা থাকতে পারে না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!