এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Breaking News, জয়লাভের পর আজই জরুরি বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী

Breaking News, জয়লাভের পর আজই জরুরি বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য অভূতপূর্ব জয়লাভের পর আজই জরুরি বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আজ দুপুর তিনটার সময় এক বিশেষ জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবনে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আজ দলের জয়ী বিধায়কদের তৃণমূল ভবনে উপস্থিত হবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বেলা তিনটার সময়ে।

আজ দুপুর তিনটার সময় বিশেষ দলীয় বৈঠকে যোগদান করতে চলেছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, আজকের বৈঠকে রাজ্যের করনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য দলের জয়ী বিধায়কদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও বন্টন করে দিতে পারেন মুখ্যমন্ত্রী। এমনটাই তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে। আবার এই বৈঠকে দলের নতুন মন্ত্রিসভা গঠন নিয়েও আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, বিদায়ী মন্ত্রিসভার সমস্ত সদস্যকে নতুন মন্ত্রিসভায় স্থান নাও দিতে পারেন মুখ্যমন্ত্রী। এই সমস্ত কিছু নিয়ে আজকের বৈঠকে আলোচনা হতে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, এবারের মন্ত্রিসভায় বেশকিছু নতুন মুখের স্থান হবে। এদিকে আজ বিকেলের পর রাজভবনে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরকে তৃতীয়বারের জন্য সরকার গঠনের তিনি প্রস্তাব দিতে চলেছেন। এদিকে ফল প্রকাশের পর গতকাল মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বিধানসভা নির্বাচনে জয়লাভের জন্য তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী রাজভবনে দেখা করতে আসবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!