এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > Breaking News, কেন্দ্রীয় বাজেটের প্রতি মুখ্যমন্ত্রীর বক্তব্য

Breaking News, কেন্দ্রীয় বাজেটের প্রতি মুখ্যমন্ত্রীর বক্তব্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ শিলিগুড়ির এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বাজেটের প্রতি তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বাজেটের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ব্যাপকহারে বৃদ্ধি পাবে তিনি অভিযোগ করেছেন। তিনি জানালেন যে, বিমা, রেলের বেসরকারিকরণের জন্যই এই বাজেট তৈরি করা হয়েছে। রাজ্যের সড়ক নির্মাণের জন্য কেন্দ্রীয় বাজেটে যে ঘোষণা করা হয়েছে, তার সবটাই রাজ্য সরকার ইতিমধ্যেই করে ফেলেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় বাজেটকে ভেক ধারী সরকারের ফেকধারী বাজেট বলে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন এই বাজেট হলো কৃষক,শ্রমিক ও অসংগঠিত ক্ষেত্রের বিরোধী। তিনি জানান, অসংগঠিত ক্ষেত্রের জন্য কোনো কিছুই এই বাজেটে নেই। এই বাজেটে পেট্রোল ডিজেলের উপর কৃষিসেস বসাবার ফলে নতুন করে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী আশঙ্কা করেছেন যে, সাধারণ মানুষ আলুসিদ্ধ, ভাত খেতে পারবেন কিনা এবার থেকে। কেন্দ্রকে তোপ দেগে তিনি জানালেন যে, সব কিছু বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার বিজেপিকেও টাকা দিয়ে বিক্রি করে করে দিক।মুখ্যমন্ত্রী জানালেন যে, ভবিষ্যতে সাধারণ মানুষ বীমার টাকাও হয়তো ফেরত পাবে না। হয়তো নোট বন্দির মত ব্যাংক বন্ধ করে দেবে বিজেপি। প্রসঙ্গত, বাজেটে বীমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করা হয়েছে।

কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানালেন যে, এই বাজেটটি হলো ‘হুক্কাহুয়া বাজেট’। বিজেপি সরকারের প্রতি মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন যে, রেল, বিমানবন্দর সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে, কত টাকা পেলে দেশ ছেড়ে যাবে বিজেপি? অন্যদিকে, রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন কেন্দ্রীয় বাজেটকে তীব্র কটাক্ষ করলেন। তিনি জানালেন যে, দেশের প্রথম পেপারলেস বাজেটের ১০০% হলো ভিশনলেস। এই ভুয়ো বাজেটে একটাই থিম আছে। সেটা হল ‘সেল ইন্ডিয়া’। তিনি অভিযোগ করেছেন যে, দেশকেই বিক্রি করে দেয়া হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!