এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > Breaking News,কি কারণ রয়েছে এই দুর্ঘটনার নেপথ্যে? চাঞ্চল্যকর তথ্য উঠে এলো প্রাথমিক রিপোর্টে

Breaking News,কি কারণ রয়েছে এই দুর্ঘটনার নেপথ্যে? চাঞ্চল্যকর তথ্য উঠে এলো প্রাথমিক রিপোর্টে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ময়নাগুড়িতে বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পেছনে কী কারণ রয়েছে? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এবার তদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। যেখানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রেলমন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই এই তদন্ত শেষ হবে। প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, ইঞ্জিনের ট্রাকশন মোটর  খুলে যাবার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এটা অনুমান করতে পেরেছিলেন রেলের লোকো পাইলট ও সহকারি লোকো
পাইলটও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, এই ট্রেনের ইঞ্জিনটি ছিল wap4 ক্যাটাগরির। এই ইঞ্জিনে চারটি করে ট্রাকশন মোটর থাকে। যার একটি ট্র্যাকশন মোটর বিশেষ কারণে ভেঙে পড়েছিল। যা থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক কষেছিলেন লোকো পাইলট। কিন্তু তাতেও শেষ রক্ষা হয় নি।

ট্রেনের গতি এতটাই বেশি ছিলো যে, একটি কামরার ওপর আরেকটি কামরা উঠে পড়ে। যে কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। লোকো পাইলোট জানিয়েছেন, সেই সময়ে ট্রেনটি ৯৫ থেকে ১০০ কিলোমিটার গতিতে ছুটে চলেছিল। তিনি ঝাঁকুনি অনুভব করেছিলেন। তখন এমার্জেন্সি ব্রেক কষেছিলেন তিনি।

প্রসঙ্গত, রেল ইঞ্জিনের ট্র্যাকশন মোটরের কাজ হল ইঞ্জিনের এঙ্গেল গুলোকে সঠিকভাবে পরিচালনা করা। ট্র্যাকশন মোটর খুলে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। প্রথমে দুটি চাকা লাইনচ্যুত হয়েছিল। বেশ কিছু যাত্রী দুবার বিরাট ঝাঁকুনি অনুভব করেছেন। এরপর এমারজেন্সি ব্রেক কষে দেওয়ার ফলে একটি কামরার উপরে উঠে যায় আরেকটি কামরা। অনেকে মনে করেছিলেন, রেললাইনে কোন ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত রেল লাইনের কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!