এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > Breaking News, কয়লা কাণ্ডে গ্রেফতার লালা ঘনিষ্ঠ

Breaking News, কয়লা কাণ্ডে গ্রেফতার লালা ঘনিষ্ঠ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কয়লা পাচার কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হলেন কয়লা পাচারের মূল চক্রি অনুপ মাঝি বা লালার ঘনিষ্ঠ ব্যবসায়ী রণধীর সিং। গতমাসে সিআইডির ডিআইজি অজয় ঠাকুরের নেতৃত্বে সিআইডির একটি টিম দুর্গাপুর, আসানসোলের বেশ কিছু জায়গায় হানা দেয়। স্থানীয়দের সঙ্গে, ইসিএল আধিকারিকদের সঙ্গে তাঁরা যোগাযোগ করেন। এরপর গতকাল রাতে গ্রেপ্তার হলেন ব্যবসায়ী রণধীর সিং। আজ তাঁকে আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে।

গতকাল লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী রণধীর সিংকে অন্ডালের কাজোরা এলাকা থেকে গ্রেফতার করা হল। দুর্গাপুর, আসানসোলের বেশ কিছু বেআইনি কয়লা খাদানে সিআইডির আধিকারিকেরা অভিযান চালান। তাঁরা যোগাযোগ করেন ইসিএলের আধিকারিকদের সঙ্গে আবার স্থানীয়দের সঙ্গেও তাঁরা যোগাযোগ করেন। কয়লা উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িত ছিল এই ব্যবসায়ী রণধীর সিং। খনি শ্রমিকদের সঙ্গে কথা বলেই এই ব্যবসায়ীর কথা জানতে পারেন গোয়েন্দারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত মাসের শুরু থেকেই সিআইডির ডিআইজি অজয় ঠাকুরের নেতৃত্বে সিআইডির একটি টিম দুর্গাপুর, আসানসোলের বেশ কিছু স্থানে অভিযান চালায়। এই স্থানগুলিতে অবৈধভাবে কয়লা উত্তোলন ও কয়লা পাচারের অভিযোগ আসছিল। বিশেষত, অন্ডালের কাজোরার অন্তর্গত লছিপুর, হরিশপুর, তালডাঙা, জে কে রোপওয়ে, বক্তারনগর এলাকাগুলোতে একাধিক অবৈধ খাদান খুঁজে পেয়েছেন গোয়েন্দারা। সিআইডির ডিআইজি অজয় ঠাকুর জানান, ইসিএল এর পক্ষ থেকে কয়লার অবৈধ কারবারের বিষয়ে বারবার অভিযোগ এসেছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছেন গোয়েন্দারা।

খনি শ্রমিকদের সঙ্গে কথা বলেই ব্যবসায়ী রণধীর সিং এর কথা জানতে পেরেছিল সিআইডি। সিআইডির কথা শুনেই লুকিয়ে পড়েছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে হঠাৎ তার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে সিআইডি। জানা গেছে, একেবারে বাম সরকারের সময় থেকেই একাধিক স্থানে কয়লার পাচারের সঙ্গে জড়িত ছিল এই ব্যবসায়ী। কয়লা মাফিয়া রাজু ঝাঁর সঙ্গে একসময় ঘনিষ্ট যোগাযোগ ছিল তার। আবার লালার সঙ্গেও তার ঘনিষ্ট যোগাযোগ ছিল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!