এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Breaking News, কয়লা কান্ডের তদন্তে আজ হরিশ মুখার্জি রোডে যাচ্ছে সিবিআই

Breaking News, কয়লা কান্ডের তদন্তে আজ হরিশ মুখার্জি রোডে যাচ্ছে সিবিআই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ কয়েক ঘণ্টার মধ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে সিবিআই যাচ্ছে হরিশ মুখার্জি রোডে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের নোটিশ দেয়া হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে। গতকাল তিনি তার উত্তর দিয়েছিলেন। এরপর আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। আজ দুপুরের আগেই সিবিআই পৌঁছাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় সিবিআই আধিকারিকদের সব রকম ভাবে সহযোগিতা করবেন বলে জানা গেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে আইনজীবীসহ যেতে চলেছেন মোট ৯ জন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। যাদের মধ্যে থাকবেন ৩ জন লিগ্যাল অ্যাডভাইসরি টিমের আইনজীবী। যাদের দুজন দিল্লির, একজন কলকাতার। থাকবেন অতিরিক্ত সুপারিনটেনডেন্ট এর নেতৃত্বে ৬ জন সিবিআই অফিসার। যাদের মধ্যে দুজন থাকবেন মহিলা। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ানের ভিডিও রেকর্ড করা হবে বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত রবিবার ফৌজদারি আইনের ১৬০ ধারায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছিল। সেদিন দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল সিবিআই। কিন্তু সে সময় রুজিরা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউই বাড়িতে ছিলেন না । এরপর গতকাল সিবিআইকে চিঠি দিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে তিনি সাক্ষাৎ করতে পারবেন।

গতকাল মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় একটি চিঠি দিয়েছিলেন সিবিআইকে। যেখানে তিনি লিখেছিলেন, ” আমাকে কী কারণে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বা তদন্তের উদ্দেশ্য কী, তা আমি জানি না। তবে ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে আপনারা সুবিধা মতো আমার বাড়িতে আসতে পারেন। ” সেইমতো, আজ দুপুরের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হতে চলেছেন সিবিআই আধিকারিকেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী হিসাবেও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!