এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষি আইন বাতিলের পরই বিরোধী ঐক্যে সান দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

কৃষি আইন বাতিলের পরই বিরোধী ঐক্যে সান দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ঘটনাকে বিরোধী নেতৃত্ব বড়োসড়ো জয় বলেই দাবি করেছে। এই পরিস্থিতিতে বিরোধী ঐক্যে সান দিতে এবার দিল্লি রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, দেখা করতে চলেছেন একাধিক নেতৃত্বের সঙ্গে। শীতকালীন অধিবেশনের পূর্বেই কেন্দ্র বিরোধিতায় করতে চলেছেন বিশেষ পরিকল্পনা।

আগামী সোমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন বিকেল তিনটের সময় বিমানে রওনা দেবেন তিনি। জানা যাচ্ছে, আগামী ২৫ সে নভেম্বর পর্যন্ত তিনি দিল্লীতে থাকবেন। এই সময়ে একাধিক নেতৃত্বের সঙ্গে তিনি যোগাযোগ করবেন। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এদিকে আগামী ২৯ সে নভেম্বর থেকে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। তার আগেই কেন্দ্র বিরোধিতার ঝড় তুলতে চলেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার এর সঙ্গেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। জানা যাচ্ছে, রাজ্যের বকেয়া অর্থ রাজ্যের হাতে তুলে দেওয়ার দাবি জানাবেন তিনি। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চলতি বছরে জিএসটি বাবদ রাজ্যের ২০০০ কোটি টাকা পাওনা আছে। এছাড়াও বিপর্যয় মোকাবিলা বাবদ ২০ হাজার কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের। এই পাওনা অর্থ তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার দাবি করবেন তিনি।

আবার রাজ্যের একাধিক প্রকল্প যেমন আবাস যোজনা, সড়ক যোজনা, ন্যাশনাল হেলথ মিশন, জল জীবন মিশন প্রকল্পের অর্থ রাজ্যের পাওনা আছে। সেই অর্থ তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার দাবি জানাবেন। এছাড়া রাজ্যের নাম পরিবর্তনের দাবি তিনি জানাবেন। আবার পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যে বিএসএফের ক্ষমতাধীন এলাকা সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের পরিবর্তে ৫০ কিলোমিটার করা হয়েছে। এই বিষয় নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে মুখ্যমন্ত্রীর। এই বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে জানাবেন তিনি। সবকিছু নিয়েই তাৎপর্যপূর্ণ ও চমকপ্রদ হতে চলেছে মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!