এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News, কৃষি বিষয়ে কি কি বিষয় উঠে এলো বাজেটে? জেনে নিন

Breaking News, কৃষি বিষয়ে কি কি বিষয় উঠে এলো বাজেটে? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ তাঁর তৃতীয় বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত ২০১৯ সালে তিনি তাঁর প্রথম বাজেট পেশ করেছিলেন। এবারের বাজেটে কৃষি ক্ষেত্রের জন্য বেশকিছু পরিকল্পনা রয়েছে। সম্প্রতি নয়াকৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিদ্রোহর কারণে কৃষিখাতের উপর বিশেষ যত্নশীল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন যে, ৭৫ হাজার কোটি টাকা কৃষকদেরকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এর ফলে দেশের ৪৩.৬ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। ধানের জন্য ১ লক্ষ ১২ হাজার কোটি টাকা দেওয়া হবে কৃষকদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কৃষকদের ধার দিতে কেন্দ্রীয় সরকার বরাদ্দ করল ১৫.৫ লক্ষ কোটি টাকা। এর আওতাভুক্ত থাকবেন মাৎসচাষীরাও। ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হলো এই খাতে। আরো ৫ হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করার সম্ভাবনা আছে। আধুনিক ভাবে মৎস্য চাষ করতে গেলে উপযুক্ত বন্দরের প্রয়োজন হবে। এ কারণে বন্দরের জন্য বরাদ্দ বাড়ালো কেন্দ্রীয় সরকার।

কৃষকদের পাশে থাকার বিশেষ বার্তা দেয়া হল কেন্দ্রের পক্ষ থেকে। কৃষকদের কাছ থেকে ৭৫ হাজার কোটি টাকার গম কেন্দ্র কিনেছে, বলে জানানো হয়েছে। ধানের সহায়ক মূল্য দ্বিগুণ করা হচ্ছে বলে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কৃষি মান্ডির পেছনেও খরচ করা হবে। ১০০০ মান্ডিকে ই-গর্ভান্যান্সে যুক্ত করা হবে।

অর্থমন্ত্রী জানালেন যে, কম বয়সীদের জন্য যেমন নতুন সুযোগ তৈরি হবে। তেমনি কৃষকদের আয় যাতে দ্বিগুণ হতে পারে, সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। এসপিকে কাস্ট অফ প্রোডাকশনের দেড়গুন দেয়া হবে। ন্যূনতম সরকারি মূল্য দেয়া হবে। পরিযায়ী শ্রমিকদের জন্য এক দেশ এক রেশন কার্ড চালু করা হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!