এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Breaking News, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থীর নাম চূড়ান্ত করল সিপিএম

Breaking News, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থীর নাম চূড়ান্ত করল সিপিএম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উপনির্বাচনে ভবানীপুর থেকে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর বিরুদ্ধে কে প্রার্থী হবেন? তা নিয়ে যথেষ্ট রকম চাপান-উতোর রয়েছে বিরোধী শিবিরে। এখনো পর্যন্ত এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। এদিকে কংগ্রেসের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে যে, ভবানীপুরে তাঁরা প্রার্থী দিতে ইচ্ছুক নন। এরপর সিপিএমের পক্ষ থেকে ভবানীপুর প্রার্থীর নাম চূড়ান্ত করা হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল ভবানীপুরে কংগ্রেস প্রার্থী না দেবার সিদ্ধান্ত নেবার পর, আজ সিপিএমের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আলিপুর আদালতের আইনজীবী শ্রীজিব বিশ্বাসকে ভবানীপুর থেকে প্রার্থী করা হলো সিপিএম এর পক্ষ থেকে। এ বিষয়ে আজ বামফ্রন্টের সরিক দলদের নিয়ে একটি বৈঠক চলে। এই বৈঠকের পর ভবানীপুর থেকে প্রার্থী হিসেবে শ্রীজীব বিশ্বাসের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হলো। জানা যাচ্ছে, সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে নয়, বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!