এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন দাপুটে বিজেপি নেতা

Breaking News, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন দাপুটে বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। শোভারানী মজুমদারের মৃত্যুর ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন তিনি। সেই সঙ্গে তাঁর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালো বিজেপি নেতৃত্ব। বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

গত ২৭ সে ফেব্রুয়ারি গভীর রাতে নিমতার বাসিন্দা গোপাল মজুমদারের বাড়িতে জড়ো হয় বেশকিছু তৃণমূল সমর্থক। অভিযোগ উঠেছে, একেবারে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করেন তারা। শুধুমাত্র বিজেপি করার কারণে প্রবল মারধর করা হয় গোপাল মজুমদারকে। ছেলেকে বাঁচাতে গিয়ে তৃণমূল সমর্থকদের হাতে আক্রান্ত হন ৮৫ বছরের বৃদ্ধা মা শোভারানী মজুমদার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বন্দুকের বাট দিয়ে তীব্র ভাবে আঘাত করা হয় বৃদ্ধা মাকে। দীর্ঘ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ ভোরবেলায় তাঁর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় বিজেপি। বৃদ্ধা মাতার দেহ নিয়ে মৌন মিছিল চলে বিজেপির। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে নিমতা থানার সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ চলে। যেখানে যোগদান করেছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

এ প্রসঙ্গে গণমাধ্যমে বিজেপি নেতা সায়ন্তন বসু জানালেন যে, আজ যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। বাংলার মুখ্যমন্ত্রী একজন নারী অথচ, এই বঙ্গে মায়েদের কোন সুরক্ষা নেই। এরপরই এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন তিনি। অন্যদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন। টুইট করে তিনি জানিয়েছেন যে, ওম শান্তি। তৃণমূলের হাতে নির্মমভাবে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শোভা রানী মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর অত্যাচারের জন্য কখনোই ক্ষমা করবে না বাংলার মানুষ।

আবার, এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। টুইট করে তিনি জানালেন যে, নারীকে মায়ের প্রতিরূপ বলা হয়। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী একজন নারী হয়েও এতটা নির্মম, নৃশংস কিভাবে হতে পারেন তিনি? তৃণমূলের ক্যাডার বাহিনীর অত্যাচারে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন বঙ্গজননী। শোভা রানী মজুমদার। এই নির্মমতার যোগ্য জবাব দেবেন মানুষ। এই ঘটনায় হতভম্ব বাংলার মানুষেরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!