এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, মুখ্যমন্ত্রীর দলত্যাগীদের কটাক্ষর মোক্ষম জবাব প্রাক্তন বনমন্ত্রীর

Breaking News, মুখ্যমন্ত্রীর দলত্যাগীদের কটাক্ষর মোক্ষম জবাব প্রাক্তন বনমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ কালনার জনসভা থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া দলত্যাগীদের তীব্র কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান যে, কিছু দুষ্টু গরু দল ছেড়ে চলে গেছে। এতে দলের ভালোই হয়েছে। দলের পাপ বিদায় নিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, যারা দুঃসময়ে মায়ের পাশে থাকতে পারেন না, তাঁরা হলেন কুসন্তান। এবার দলত্যাগীদের প্রতি মুখ্যমন্ত্রীর কটাক্ষের জবাব দিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দোপাধ্যায় জানালেন যে, তাঁরা পুণ্যবান ছিলেন বলেই তাঁরা তৃণমূলে ছিলেন, মুখ্যমন্ত্রী ক্ষমতায় ছিলেন।

প্রসঙ্গত, আজ কালনার জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, তৃণমূলের কেউ যদি অন্যায় করে, তবে তিনি আছেন। অন্যায় কখনোই বরদাশ্ত করে না তৃণমূল। এ কারণে কয়েকজন আগেই পালিয়ে গেছেন। তাঁরা জানতেন যে, তিনি তাঁদের আর টিকিট দেবেন না। মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন যে, যিনি শুধু নিজের পরিবারের জন্য কাজ করবেন, তাঁকে কেন তিনি টিকিট দেবেন? তিনি জানান যে, কিছু দুষ্টু গরু দল ছেড়ে চলে গেছে। এতে দলের ভালোই হয়েছে। দলের পাপ বিদায় নিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, যারা দুঃসময়ে মায়ের পাশে থাকতে পারেন না। তাঁরা হলেন কুসন্তান। বিজেপি তাঁদেরকে দলে নিয়েছে। পরে বুঝতে পারবে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর মুখ্যমন্ত্রীর কটাক্ষের জবাব দিলেন প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তারাপীঠের চিলার মাঠের সভা থেকে তিনি জানালেন যে, তাঁরা পুন্যবান বলেই তাঁরা তৃণমূলে ছিলেন, মুখ্যমন্ত্রী ক্ষমতায় ছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করলেন যে, সবথেকে বড় ওয়াশিং মেশিন হলো তৃণমূল কংগ্রেস। খুনে অভিযুক্তরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেই তার দোষ মুকুব হয়ে যায়। তৃণমূলে যোগদান করলেই বলা হয় সাধু। আর অন্য দলে গেলেই তাকে বলা হয় চোর।

তারাপীঠের চিলার মাঠের সভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় আরও জানালেন যে, প্রধানমন্ত্রী বলেছেন যে, বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকে চাষীদের কিষান সম্মান নিধির টাকা দেয়া হবে। রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, যারা বলে থাকে ৯৯% কাজ করে দিয়েছি, তাদের আর ফেরানোর প্রয়োজন নেই। যারা ১০০% কাজ করবেন, তাদের ক্ষমতায় আনতে হবে। তিনি জানালেন যে, দেয়াল লিখন স্পষ্ট যে, বিজেপি সরকার গড়তে চলেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!