এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Breaking News, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ আরও একজন আমলাকে সমন পাঠালো ইডি

Breaking News, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ আরও একজন আমলাকে সমন পাঠালো ইডি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি মেট্রো ডেয়ারি মামলার তদন্তে রাজ্য প্রশাসনের উচ্চ পর্যায়ের একের পর এক আধিকারিককে তলব করছে ইডি। মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যালকে তলব করলো ইডি।

প্রসঙ্গত, গত ২০১৭ সালে মেট্রো ডেয়ারির সমস্ত শেয়ার এক বেসরকারি সংস্থাকে রাজ্য সরকার বিক্রি করে দেয়। মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ এসেছে। এ বিষয়ে তদন্ত করছে ইডি। তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম স্যান্যালকে ইডির সমন পাঠানো হলো। সম্প্রতি, মেট্রো ডেয়ারি নিয়ে তদন্তে নেমে বেশকিছু নতুন নথিপত্র ইডির হাতে এসেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরেই তলব করা হচ্ছে একাধিক হেভিওয়েটকে। মেট্রো ডেয়ারির তদন্তে সম্প্রতি রাজ্যের স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদীকে তলব করা হয়। আবার, প্রাণীসম্পদ বিকাশ দফতরের প্রধান সচিব রাজেশ সিনহা আজ ইডির দপ্তরে উপস্থিত হয়েছিলেন। রাজ্য সরকারের দাবি, মেট্রো ডেয়ারি বিক্রির বিষয়ে প্রক্রিয়াগত কোন ত্রুটি নেই। দুবার দরপত্র চেয়ে সংস্থা বাছাই করা হয়েছে। দুবারেই মেট্রো ডেয়ারি কিনতে আগ্রহ দেখিয়ে ছিল এই বেসরকারি সংস্থা। এ বিষয়ে কোনো অনিয়ম করা হয়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!