এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News,নন্দীগ্রাম নিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা তৃণমূলের

Breaking News,নন্দীগ্রাম নিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ১০ ই মার্চ নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে পায়ে আঘাত লেগেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় বিজেপিকে অভিযুক্ত করে তৃণমূল। বিজেপির পাল্টা জবাব, মুখ্যমন্ত্রীর ওপর কোনো হামলাই করা হয়নি। মানুষের সহানুভূতি পেতেই তিনি এসব কান্ড করছেন। এরপর এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তৃণমূলের এই আবেদন খারিজ করে দেয়া হলো।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি চলে। যেখানে স্পষ্ট জানিয়ে দেয়া হয় যে, সুপ্রিম কোর্টে নয়, এই মামলার আবেদন করতে হলে কলকাতা হাইকোর্টে যেতে হবে। প্রসঙ্গত, নন্দীগ্রামের এই ঘটনায় তীব্র শোরগোল বাঁধে রাজ্যের রাজনৈতিক মহলে। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করে রাজ্যের শাসক দল তৃণমূল। এরপর এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিন আইনজীবী শুভম আবস্তি, আকাশ শর্মা, সপ্তর্ষি মিশ্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সুপ্রিমকোর্টে তাঁরা জানিয়েছিলেন যে, নির্বাচনের কারণে গত ১০ ই মার্চ নন্দীগ্রামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে পারেনি নির্বাচন কমিশন। রাজ্য পুলিশও তদন্তের শেষ সঠিকভাবে করতে পারেনি। তাই এই ঘটনার বিস্তারিত তদন্তের জন্য তা সিবিআইয়ের হাতে তুলে দেয়া হোক। সুপ্রিমকোর্টে আইনজীবীরা আরও জানিয়েছিলেন যে, ভোটের সময় হিংসার উপরে নজর রাখতে একটি কমিটি গঠন করা হোক।

নন্দীগ্রামে এমন একজনের উপর আঘাত করা হয়েছে। যিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে রয়েছেন। তাঁর ওপরে এই আক্রমণ রাজ্যের ভোট দাতাদের আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে। তবে, তাঁদের এই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানানো হলো যে, এ বিষয়ে মামলা করতে হলে আবেদন করতে হবে কলকাতা হাইকোর্টে। এভাবে আজ নন্দীগ্রামের ঘটনায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলো রাজ্যের শাসক দল তৃণমূল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!