Breaking News, নারদ স্ট্রিংয়ের বিষয়ে জেরা কে ডি সিংকে জাতীয় তৃণমূল বিশেষ খবর রাজনীতি January 15, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বুধবার অ্যালকেমিস্ট এর কর্ণধার কেডি সিংকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের দিল্লির সদর দপ্তর। এখন তিনি ইডির হেফাজতে আছেন। তাঁর বিরুদ্ধে ২৪০ কোটি টাকা তছরুপের অভিযোগ আছে। শুরু হয়েছে তাঁকে জেরা। এবার, নারদ কান্ডের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন ইডির আধিকারিকেরা। ইতিপূর্বে ম্যাথ্যু স্যামুয়েল ইডিকে জানিয়েছেন যে, নারদ কান্ডের তদন্তের জন্য তাঁকে ৫০ লক্ষ টাকা দিয়েছিল অ্যালকেমিস্ট। এ বিষয়ে কেডি সিংকে এবার জিজ্ঞাসাবাদ করতে চলেছে ইডি। গতকাল, ইডির দিল্লির সদর দপ্তর থেকে কলকাতার ইডির দপ্তরে ও কলকাতার সিবিআই দপ্তরে নারদ কান্ডে কেডি সিংয়ের সম্পর্কিত ম্যাথ্যু স্যামুয়েলের সমস্ত তথ্য, বয়ান রিপোর্ট করে তা পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। ইতিমধ্যে, এই বিষয় সম্পর্কিত তথ্যাবলী ইডির সদর দপ্তরে পাঠিয়ে দেয়া হয়েছে। এবার ইডির সদরদপ্তরে এ বিষয়ে জেরা করা হবে কেডি সিংকে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ইতিমধ্যে, ইডির সদর দপ্তরে গিয়ে ম্যাথু স্যামুয়েল জানিয়েছেন যে, নারদকাণ্ডে স্টিং অপারেশনের জন্য তাঁকে ৫০ লক্ষ টাকা দিয়েছিল কেডি সিংয়ের সংস্থা অ্যালকেমিস্ট। এবার এই টাকা তাঁকে কিভাবে দেয়া হয়েছিল? সে টাকা কি তাঁকে নগদে দেওয়া হয়েছিল? নাকি তা ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছিল? সে বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সেইসঙ্গে দেখা হচ্ছে, ম্যাথু স্যামুয়েল কেডি সিং সম্পর্কে নারদ স্ট্রিং বিষয়ে যা বলেছেন, তা কতদূর সত্য? এবার ম্যাথু স্যামুয়েলের বয়ানকে সামনে রেখে কেডি সিংকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন ইডির আধিকারিকেরা। কত টাকা তিনি ম্যাথু স্যামুয়েলকে দিয়েছেন? সে টাকা কার মাধ্যমে তাঁকে দেয়া হয়েছে? এবং কিভাবে তাকে তা দেয়া হয়েছে? এই সমস্ত বিষয় নিয়ে শুরু হতে চলেছে কেডি সিংকে জিজ্ঞাসাবাদ। আপনার মতামত জানান -