এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, নিমতিতা বিস্ফোরণকাণ্ডের চার্জশিট পেশ, রয়েছে একাধিক অভিযুক্তের নাম

Breaking News, নিমতিতা বিস্ফোরণকাণ্ডের চার্জশিট পেশ, রয়েছে একাধিক অভিযুক্তের নাম

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের মাস দুয়েক আগে নিমতিতা স্টেশনে প্রবল বিস্ফোরণ ঘটে। গত ১৭ ই ফেব্রুয়ারি রাতে নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে গিয়ে ছিলেন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। সে সময় তার সঙ্গে ছিলেন বহু মানুষ। হঠাৎ বিস্ফোরণে গুরুতর আহত হন মন্ত্রী। অত্যন্ত সংকটজনক অবস্থায় মন্ত্রীকে কলকাতায় আনা হয়। দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলে। তাঁর সঙ্গে থাকা বহু ব্যক্তি বিস্ফোরণে আহত হন। বিস্ফোরণের ঘটনার পর এর তদন্তে নামে পুলিশ ও গোয়েন্দারা। এরপর এই ঘটনার তদন্তে নামে এনআইএ। আজ এই ঘটনার চার্জশিট প্রকাশ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নিমতিতা কাণ্ডের চার্জশিটে দেখা যাচ্ছে যে, দুজন ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অভিযোগ রয়েছে। যারা হলেও আব্দুল সামাদ ও শহিদুল ইসলাম। চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে, শক্তিশালী আইইডি ব্যবহার করা হয়েছিল এই বিস্ফোরণে। রাজ্যের মন্ত্রী জাকির হোসেন ও তাঁর ৭০ জন অনুগামীকে হত্যার উদ্দেশ্যে এই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ঘটনায় আব্দুল সামাদ ও শহিদুল ইসলামের বিরুদ্ধে সরাসরি অভিযোগ ছাড়াও আরো কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

যাদের মধ্যে বেশকিছু নেতাও রয়েছেন। তাদেরকে এনআইএ তলব করে জিজ্ঞাসাবাদও করেছে। এনআইএর পক্ষ থেকে আরও বেশ কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে, জানা যাচ্ছে। ঘটনায় মূল অভিযুক্তদের বিরুদ্ধে ইউপিএ ১৬,১৮,২০ ধারায় অভিযোগ করা হয়েছে, সেই সঙ্গে বিস্ফোরণ আইনের ৩,৪ ধারা, ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩২৬, ১২০, ২০১ ধারায় অভিযোগ আনা হয়েছে। জানানো হয়েছে, সমস্ত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!