এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, নির্বাচনে লড়াই না করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সৈনিকের, তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

Breaking News, নির্বাচনে লড়াই না করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সৈনিকের, তীব্র জল্পনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করছেন না বলে টুইট করে স্পষ্ট জানিয়ে দিলেন বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর একজন বিস্বস্ত সৈনিক হিসেবে যিনি গত ২০১১সালে রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনকে ৩০ হাজারেরও বেশি ভোটে পরাস্ত করে নক্ষত্র পতন ঘটিয়ে ছিলেন। আবার, গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও বড়োসড়ো মার্জিনে জয়লাভ করেছিলেন তিনি। কিন্তু এবারে তিনি নির্বাচনে লড়াই না করার সিদ্ধান্তের কথা জানালেন। যার ফলে অত্যন্ত বিস্মিত রাজনীতিমহল।

প্রসঙ্গত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড: রবিরঞ্জন চট্টোপাধ্যায় বর্ধমান দক্ষিণ বিধানসভা আসন থেকে ২০১১ সালে প্রার্থী হয়েছিলেন ও জয়লাভ করেছিলেন। আবার ২০১৬ সালেও তিনি জয়লাভ করেছিলেন। এমনকি কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বায়ো টেকনোলজি দপ্তরের মন্ত্রীও হয়েছিলেন তিনি। এবার, তিনি লড়াই করছেন না। সূত্রের খবর, বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই দলের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে তাঁর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলীয় সূত্রে জানা যাচ্ছে যে, এবার নির্বাচনের টিকিট পাবেন না বলেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনো তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যানের পদে রয়েছেন। বর্ধমান দক্ষিনে কেন্দ্রে প্রার্থী হওয়ার চেষ্টায় আছেন তৃণমূল নেতা আইনুল হক ও খোকন দাস। এই দুজনের মাঝে বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেছেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়। একারণেই টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম তাঁর। এদিকে এই বর্ধমান দক্ষিণে দিনে দিনে শক্তিশালী হচ্ছে বিজেপি।

দলীয় সূত্রে জানা গেছে, দলের গোষ্ঠী কোন্দলের ফলে দলের সঙ্গে তাঁর আগের মতো সম্পর্ক আর নেই। বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়কে দলের কর্মসূচিতেও তেমন ভাবে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে না। জানা গেছে বর্ধমানের পরিবর্তে বেশিরভাগ সময় তিনি থাকছেন কলকাতায়। মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর সম্পর্ক আগের মত আর নেই। এক ধর্ণামঞ্চে মুখ্যমন্ত্রী তাঁকে উঠতে পর্যন্ত নিষেধ করেছিলেন।

এই পরিস্থিতিতে আজ এক টুইট করেছেন বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। যে টুইটে তিনি লিখেছেন, ” আগামী বিধানসভা নির্বাচনে আমার বয়স ও শারীরিক কারণে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি। দলনেত্রীকেও এই বার্তা পাঠিয়ে দিয়েছি। আমার প্রিয় বর্ধমানবাসীদের ধন্যবাদ জানাই ও তাঁদের কল্যাণ কামনা করি।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!