এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News, ভোট-পরবর্তী হিংসার মামলায় রাজ্যের ফের ধাক্কা সুপ্রিম কোর্টে

Breaking News, ভোট-পরবর্তী হিংসার মামলায় রাজ্যের ফের ধাক্কা সুপ্রিম কোর্টে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট-পরবর্তী হিংসার মামলায় সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলো রাজ্য। ভোট-পরবর্তী হিংসার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। খুন, ধর্ষণের মতো গুরুতর বিষয়গুলির তদন্ত করছে সিবিআই। অন্যদিকে বাড়িঘর ভাঙচুর, মারধরের মত বিষয়গুলির তদন্ত করছে সিট। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। এবার ভোট পরবর্তী মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ২৮ সে সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে। আর আগামী শুনানিতেই এই মামলার নিষ্পত্তি হবে বলে, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে, ভোট-পরবর্তী হিংসার মামলায় সিবিআই তদন্ত চলছে। একের পর এক সন্দেহভাজনকে তলব করছে সিবিআই। ইতিমধ্যে বেশ কিছু অভিযুক্তকে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে সিবিআই। আর ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, ভোট-পরবর্তী হিংসার মামলায় যে তদন্ত করছে সিবিআই, তার নিরপেক্ষতা কোথায়? তদন্তের ওপর স্থগিতাদেশ জারি করার আর্জি জানায় রাজ্য। তবে, আদালতের পক্ষ থেকে রাজ্যের এই আর্জি খারিজ করে দেয়া হয়। আদালতের পক্ষ থেকে জানানো হয় যে, সিবিআই তদন্ত চলবে। জারি করা হবে না কোনো স্থগিতাদেশ। এরপর আজ মামলার শুনানি পিছিয়ে দিল আদালত। এই ঘটনাকে তৃণমূলের একটা বড়সড় ধাক্কা বলেই বিশেষজ্ঞ মহলের দাবি।

ভোট-পরবর্তী হিংসায় সিবিআই তদন্তের নির্দেশ যখন দিয়েছিল হাইকোর্ট, তখনই তার বিরোধিতা করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছিলেন যে, হাইকোর্টের এই রায়ে তিনি খুশি নন। কারণ আইন শৃঙ্খলা হল রাজ্যের ব্যাপার। সেখানে সিবিআই দিয়ে তদন্ত করতে গেলে, রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হবে। রাজ্য সরকার এর জন্য ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে। সবকিছু বিচার বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!